Home আন্তর্জাতিক চাকরি যখন গ্রাহককে আঙুর খাওয়ানো

চাকরি যখন গ্রাহককে আঙুর খাওয়ানো

দখিনের সময় ডেস্ক:

রেস্তোরাঁয় গিয়ে এখন আর নিজ হাতেও হয়তো খেতে হবে না! লন্ডনে এমনই এক অভিনব রেস্তোরাঁ আছে, যে রেস্তোরাঁয় আঙুর খেতে চাইলে প্রাচীন রোম ও গ্রিসের রীতির মতো সুন্দর হাতের কেউ একজন আপনাকে তা খাইয়ে দেবে। কারণ, সম্প্রতি রেস্তোরাঁটি গ্রাহকদের আঙুর খাইয়ে দেবে—এমন সুন্দর হাতের কর্মী নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের অভিজাত চেইন রেস্তোরাঁ ক্যাপ্রিস হোল্ডিংসের শাখা বাক্কানালিয়া রেস্টুরেন্ট সম্প্রতি এই বিজ্ঞাপন দিয়েছে। লন্ডনে এটিই প্রথম রেস্তোরাঁ হবে, যেখানে গ্রাহককে আঙুর খাইয়ে দেবেন ওই রেস্তোরাঁর কোনো কর্মী। তবে এই চাকরি পেতে চাইলে আবেদনকারীর হাত সুন্দর হতে হবে।

যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকায় ২ অক্টোবর পুরো পৃষ্ঠায় এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, চেইন রেস্তোরাঁ বাক্কানালিয়া শিগগির লন্ডনে দুটি নতুন রেস্তোরাঁ চালু করতে যাচ্ছে। রেস্তোরাঁ দুটিতে গ্রিক ও ইতালিয়ান খাবার পরিবেশন করা হবে। এ কারণে আবেদনকারীর কেবল সুন্দর হাত থাকলেই হবে না, তাঁদের গ্রিক ও লাতিন ভাষা জানতে হবে। চাকরি পাওয়ার পর কর্মীকে নিয়মিত নখের যত্ন (ম্যানিকিওর) নিতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচিত্র চাকরির এ বিজ্ঞাপন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই এর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করেন। কেউ বলেছেন। এটা প্যারোডি; কেউ বলেছেন, এটি একটি ভালো কাজ হবে আবার কেউবা বলেছেন, এটা নিছক হাস্যরসের জন্য দেওয়া হয়েছে।

টম পাশবি নামের একজন সাংবাদিক লিখেছেন, এর মাধ্যমে রোমান দাসপ্রথা হয়তো আবার চালু হচ্ছে। তবে বাক্কানালিয়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলছে, তাঁরা প্রতিশ্রুতি দিচ্ছেন, নতুন এই রেস্তোরাঁয় অসাধারণ গ্রিক ও ইতালিয়ান শৈলীতে রান্না হবে। সবাই এখানে আনন্দ উদ্‌যাপন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments