Home শীর্ষ খবর আসছে ৬ মাসের গরমকাল,  আরও বেশি ক্ষতিকারক ভাইরাস বহন করবে মশা

আসছে ৬ মাসের গরমকাল,  আরও বেশি ক্ষতিকারক ভাইরাস বহন করবে মশা

বিশেষ প্রতিনিধি:

বিশ্ব উষ্ণায়নের মাত্রা যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আর ৮০ বছরের মধ্যে ঋতুগুলো একেবারেই বদলে যাবে। সব কয়টি ঋতুর মধ্যে দীর্ঘদিন ধরে স্থায়ী হবে কেবল গ্রীষ্ম। ফলে গরমকাল স্থায়ী হবে টানা ছয় মাস!  তখন অনুভূত হবে ভয়ংকর গরম।

কমে যাবে শীতকালের আয়ু। বছরে তা হবে দুই মাসেরও কম। কমবে বসন্ত ও শরৎকালের মেয়াদও। ২১০০ সালে গ্রীষ্মের তাপমাত্রা যেমন ভয়ঙ্করভাবে বেড়ে যাবে, তেমনই বাড়বে উত্তর গোলার্ধের শীতের সর্বনিম্ন তাপমাত্রাও। এখন যে হারে উষ্ণায়ন হচ্ছে তা যদি না কমে, তা হলে ২০১১ সালে যে মাসে গ্রীষ্ম ও বসন্ত শুরু হয়েছিল ২১০০ সালে পৌঁছে তা এক মাস করে এগিয়ে আসবে। তখন শরৎ ও শীত শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ দিন পর। খবর আনন্দবাজারের।

সাম্প্রতিক একটি গবেষণা এই উদ্বেগজনক খবর দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা জিওফিজিক্যাল রিসার্চ লেটারসে। গবেষকরা জানিয়েছেন, ঋতুগুলোর মেয়াদ আর তাদের সময় শুধুই যে উত্তর গোলার্ধে বদলাবে তা নয়, বদলে যাবে দক্ষিণ গোলার্ধেও। কোথাও কিছুটা কম পরিমাণে, কোথাও বা বেশি। তবে ঋতুগুলোর সময় আর তাদের মেয়াদের ব্যাপক পরিবর্তনের প্রভাব পড়বে বিশ্বজুড়ে। তাপপ্রবাহের তীব্রতা, ঝড়ের উন্মত্ততা আর দাবানলের বীভৎসতা ও সেই সব ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। ফলে প্রচ- ক্ষতিগ্রস্ত হবে কৃষিকাজে। ফসল উৎপাদন কমবে ভীষণভাবে।

পৃথিবীর ঋতুগুলোর সময় আর মেয়াদ পরিবর্তনের প্রভাব হবে আরও সুদূরপ্রসারী। গবেষণাপত্রটি জানাচ্ছে, আর ৮০ বছরের মধ্যে পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের দেশগুলোর মশা আরও বেশি পরিমাণে মানুষের পক্ষে ক্ষতিকারক ভাইরাস বহন করবে। সেই মশককুলের গতিপথ আরও উত্তরমুখী হবে। তারা আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়বে উত্তর গোলার্ধের দেশগুলোয়। গ্রীষ্মকালের মেয়াদ ও তীব্রতা অনেক গুণ বেড়ে যাওয়ায় ভাইরাসঘটিত নানা ধরনের সংক্রমণ আরও বেশি পরিমাণে ছড়াবে তারা। তাতে কোভিড ১৯-এর চেয়েও বেশি সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে।

গবেষকরা ১৯৫২ থেকে ২০১১ সাল পর্যন্ত উত্তর গোলার্ধের প্রতিটি দেশের প্রতিদিনের তাপমাত্রার ইতিহাস পরীক্ষা করে দেখেছেন। মূলত কীভাবে ঋতুগুলোর সময় ও মেয়াদ বছরে বছরে বদলাচ্ছে, সেটাই তারা বুঝতে চেয়েছিলেন। তাতে তারা দেখেছেন, ১৯৫২ থেকে ২০১১- এই ৬০ বছরে উত্তর গোলার্ধের দেশগুলোয় গ্রীষ্মকালের তাপমাত্রা বেড়েছে গড়ে ২৫ শতাংশ। ওই ৬০ বছরে উত্তর গোলার্ধের দেশগুলোয় গ্রীষ্মকালের মেয়াদ বেড়েছে গড়ে ৭৮ থেকে ৯৫ দিন। মানে আড়াই মাস থেকে তিন মাসের কিছু বেশি। বসন্তের মেয়াদ গড়ে ১২৪ দিন থেকে কমে গিয়ে হয়েছে ১১৫ দিন। আর শরৎকালের মেয়াদ গড়ে ৮৭ দিন থেকে কমে হয়েছে ৮২ দিন। গ্রীষ্মের তাপমাত্রা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে শীতকালের সর্বনিম্ন তাপমাত্রাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments