Home খেলাধূলা বাংলাদেশকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড

বাংলাদেশকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড

দখিনের সময় ডেস্ক

টিকে থাকার লড়াইয়ে ত্রিদেশীয় সিরিজে আজ স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। সাকিবের উপস্থিতিতে দল পরিপূর্ণতাও পায়। কিন্তু কোনো পূর্ণতাই কাজে লাগেনি নিউজিল্যান্ডের সামনে।

ক্রাইস্টচার্চে টসে হেরে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান আসে সাব্বিরের বদলে দলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। আর ১৩৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

সে হিসেবে বাংলাদেশি বোলারদের সাফল্য কেবল দুটি উইকেট। ওপেনার ফিন অ্যালেনকে ১৮ বলে ১৬ রানে ফেরান পেসার শরীফুল ইসলাম। এরপর অধিনায়ক কেন উইলিয়াসনকে আউট করেন তাসকিন। উইলিয়াসনের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩০ রান।

রোববার ব্যাটিংয়ের পর বোলিংয়েও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই ১০ রান করল নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ২৪ রান জমা করে ফেলেন তারা। অবশেষে জুটি ভাঙতে সক্ষম হয়েছেন পেসার শরিফুল ইসলাম।

৩য় ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মোসাদ্দেকের হাতে ধরা পড়েছেন ফিন অ্যালেন। ১৮ বলে ১৪ রানে ফিরলেন এ ওপেনার। আজ দুর্দান্ত ব্যাট করেছেন ডেভন কনওয়ে। ৫১ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন কিউই ওপেনার। যেখানে ৭টি বাউন্ডারি ও একটি ছক্কার মার রয়েছে।

শেষ দিকে তাকে সঙ্গ দিয়েছেন গ্লেন ফিলিপ। তার ব্যাট ছুঁয়ে এসেছে ৮ বলে ১৭ রানের কেমিও ইনিংস খেলেছেন গ্লেন। যেখানে দুটি বাউন্ডারি ও দুটি ছক্কার মার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments