Home জাতীয় এনআইডি নিয়ে মাথাব্যথা নেই, ইসির ভাবনায় শুদ্ধ ভোটার তালিকা

এনআইডি নিয়ে মাথাব্যথা নেই, ইসির ভাবনায় শুদ্ধ ভোটার তালিকা

দখিনের সময় ডেস্ক

জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে হস্তান্তরের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) মাথা ঘামাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেছেন, সরকার ভোটার তালিকায় হাত দিলে তখনই নির্বাচন কমিশন উদ্যোগ নেবে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন করা। ভোটার তালিকা শুদ্ধ আছে কি না, ভোটাররা ঠিক মতো ভোট দিতে পারছেন কি না, সেগুলিই ইসির বিষয়।

মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পরিচয় নিবন্ধনে নতুন আইনের খসড়া নীতিগত অনুমোদন পাওয়ার পরদিন মঙ্গলবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন। নির্বাচনের কমিশনের আপত্তির মধ্যেই তাদের অধীনে থাকা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে আনার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্ন ছিল সিইসির কাছে। জবাবে তিনি বলেন, ‘আইন এখনো হয়নি, কেবল নীতিগত অনুমোদন হয়েছে। আর এনআইডি চলে গেলে আমাদের ব্যাপার নয়। এটি রাষ্ট্র, সরকার এবং পার্লামেন্টের বিষয়।’

‘এনআইডি নির্বাচন কমিশনের কাছে না থাকলে এটা নিয়ে আমাদের চিন্তা-ভাবনারও কোনো কারণ নেই। আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। আমাদের কাজ হচ্ছে নির্বাচন করা’—বলেন সিইসি। মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, শিশুর জন্মের পরপরই নিবন্ধন করে ইউনিক আইডি দেওয়া হবে। আর পরবর্তীতে সেটিই হবে জাতীয় পরিচয়পত্র নম্বর। এক প্রশ্নের জবাবে সরকারের এই পরিকল্পনার প্রশংসা করেন সিইসি।

কমিশন থেকে এনআইডি কার্যক্রম নিয়ে গেলেও ভোটার তালিকা স্বচ্ছ থাকবে মনে করেন সিইসি। বলেন, ‘এনআইডি নির্বাচন কমিশনের থাকুক বা সরকারের কাছে যাক, আমরা চাইবো নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা যাতে ভোট দিতে পারেন। সেজন্য ভোটার তালিকা শুদ্ধ আছে কি না, ইভিএমে ভোট হলে আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে পারবে কিনা, এগুলো আমাদের বিষয়।’ ‘ভোটার তালিকার সঙ্গে এনআইডির সংযোগের কোনো প্রয়োজন নেই। এনআইডি হলো আমাদের ভোটার তালিকার বাই প্রোডাক্ট। এনআইডির বাই প্রোডাক্ট কিন্তু ভোটার তালিকা নয়’—যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments