দখিনের সময় ডেক্স: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে শুক্রবার জুম্মার নামজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়।
এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে আহত হন একাত্তর টেলিভিশনের সাংবাদিক ইশতিয়াক ইমন। তিনি বলেন জুম্মার নামজের শেষ তাদের উপরে মসজিদের ছাদ থেকে ইট ছুড়তে থাকে। সেখান থেকে একটি ইট এসে তার মাথায় লাগলে তার মাথা ফেটে যায়। তখন তাকে পুলিশ এবং তার মিডিয়ার সহকর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং এরপর ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
কিন্তু সেই সময় ঢাকা মেডিকেলে এই একই ঘটনায় আহতদের ভিড় থাকার কারণে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে এ। সেখানে জরুরি বিভাগের ডাক্তার তাকে চিকিৎসা দেন এবং মাথা ফেটে যাওয়ার কারণে পাঁচ টি সেলাইও দিতে হয়েছে।
তিনি আরও বলেন সেই সময় অন্তত আরও ১৫ জন সাংবাদিক আহত হয়েছেন ।বায়তুল মোকাররমে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন বাংলা নিউজ ২৪ এর সাংবাদিক শেখ জাহাঙ্গীর আলম । তিনি বলেন, ‘আমরা বায়তুল মোকাররমের গেটের পাশ এ সংবাদ সংগ্রহ করছিলাম, ঠিক তখনই এই সংঘর্ষ শুরু হলে পুলিশ রাবার বুলেট ছুড়তে থাকে। সেই একটি বুলেট আমার পিছেনর দিকে এসে লাগার কারণে আমিও মারাত্মক ভাবে আহত হই। পরবর্তীতে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি।
এ ছাড়া বায়তুল মোকাররমে পুলিশের ছড়রা গুলিতে আরও আহত হয়েছেন বাংলা ভিশনের সাংবাদিক দীপন দেওয়ান, বাংলা নিউজের মেরাজ মাহাবুব।
ইশতিয়াক ইমনের ধারণা পূর্ব প্রস্তুতি ছাড়া এমন হামলা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, মসজিদের ছাদে এতো ইট কিভাবে আসলো সেটা তদন্ত করে দেখা উচিত? তিনি আরও বলেন, প্রশানের কেনও বার বার ব্যর্থ হচ্ছে এদের কে দমন করতে?