Home শিক্ষা ক্যাম্পাস বখাটে কর্তৃক মারধরের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

বখাটে কর্তৃক মারধরের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের এক শিক্ষার্থীকে মারধর করেছে বরিশালের স্থানীয় এক বখাটে।অভিযুক্ত ওই বখাটের নাম মহিউদ্দীন।সে বরিশালের শিকদার পাড়ার ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা। আজ সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের আমতলার পানির ট্যাংকের পাশে ঘটনাটি ঘটে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাড়িয়েছিলো।হঠাৎ করে বখাটে সিগারেট খেতে আসলে পাশে থাকা শিক্ষার্থীকে বিনা কারণে বেধড়ক মারধর করে।এমনকি গালাগালি দিতে থাকে।আমি বাধা দিলে আমার উপরও চড়াও হয়। তিনি আরো জানান,আমাদের এলাকায় সে এমনিতেই বখাটে হিসেবে পরিচিত।কাউকে ঠিকমতো ব্যবসাও করতে দেয়না।তারনামে এলাকার সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে।এমনকি তারনামে মামলাও আছে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কিশোর বাড়ৈ বলেন, আমরা দুজন চা খাচ্ছিলাম।বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১০টার বাসে যাবো তাই অপেক্ষা করছিলাম।কিন্তু হঠাৎ করে বিনাকারণে আমাদের উপর চড়াও হয়।পাশে থাকা বন্ধুকে বেধড়ক মারতে মারতে গালাগালি করতে থাকে।দেখে মনে হয়েছে ওই বখাটে ছেলে নেশাগ্রস্ত অবস্থায় ছিলো।আমরা উপর্যুক্ত বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, আমি ঘটনাটি শোনার পর পরই সেখানে উপস্থিত হই।এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে বিষয়টি নিয়ে কথা বলি যাতে দোষীকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনা হয়।

বরিশালের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি ও স্থানীয়দের কাছ থেকে জেনেছি।দোষীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments