Home লাইফস্টাইল রাজবধূও গিয়েছিলেন মনের ডাক্তারের কাছে

রাজবধূও গিয়েছিলেন মনের ডাক্তারের কাছে

দখিনের সময় ডেস্ক:

দীপিকা ছিলেন ফ্রান্সের প্যারিসে। ফরাসি লাক্সারি ফ্যাশন কোম্পানি লুই ভুঁতোর হয়ে প্যারিস ফ্যাশন উইকে অংশ নেন তিনি। এরপর অংশ নেন হলিউড তারকা ও ব্রিটিশ রাজবধূ ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের পডকাস্ট আর্কিটাইপসে। দীপিকার সঙ্গে আরও অংশ নিয়েছিলেন মার্কিন অভিনেত্রী কনস্ট্যান্স উ ও জেনি স্লেট। এই চারজনে কথা বলেছেন মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে।

দীপিকা জানান, তিনি যখন ২০১৫ সালে গণমাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা শুরু করেন, তখন অনেকেই শক্তি পেয়েছিল, সান্ত্বনা পেয়েছিল। আবার অনেকেই ভেবেছিল এটা হয়তো কোনো ‘পাবলিসিটি স্ট্যান্ট’। নতুন কোনো সিনেমার জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। এদিকে, দীপিকা যখন প্যারিসে, তখন জোর গুঞ্জন চলছে যে ঘর ভাঙতে চলেছে দীপিকা ও রণবীর সিংয়ের। এক ফাঁকে সেই গুঞ্জনে পানি ঢেলেছেন দীপিকা। বলেছেন, ‘আমার স্বামী রণবীর এক সপ্তাহের জন্য একটা মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছে। ফিরে এসে আমাকে দেখে কী যে খুশি হবে!’

এদিকে মেগানও নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, রাজবধূ হয়েও তিনি মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছেন। তাঁর সবচেয়ে কঠিন মানসিক অবস্থায় তিনি জীবনসঙ্গী প্রিন্স হ্যারিকে পাশে পেয়েছিলেন। এমনকি মনোরোগ-বিশেষজ্ঞের কাছে কাউন্সেলিংও করিয়েছেন।

মেগান বলেন, ‘আমার সবচেয়ে খারাপ মানসিক অবস্থায় আমার স্বামী আমাকে একজন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে আমাকে ফোনে তাঁর সঙ্গে ধরিয়ে দেয়। তিনি তখন একটা সুপারশপে ছিলেন। তিনি জানতেনও না যে আমি ফোন করছি। আমি নিজের পরিচয় দিয়ে বললাম যে আমি তাঁর সাহায্য চাই। তিনি আমার ভয়ংকর মনের অবস্থা শুনেছিলেন। পেশাদার মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞকে নিজের কথা বলার সময় সর্বোচ্চ পরিমাণে সৎ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। আর আপনাকে মনের কথা খুলে বলার ব্যাপারে আন্তরিক হতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্বচ্ছতা বৃদ্ধির জন্য সঠিক তথ্য গুরুত্বপূর্ণ: ডক্টর আবদুল মালেক

দখিনের সময় ডেস্ক: প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেছেন, শুদ্ধ ও প্রকৃত তথ্য জনগণের জন্য আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকল্পে সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ...

নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

দখিনের সময় ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল টেকনোলজিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ মে থেকেই আবেদন নেওয়া...

ডিএফপির মহাপরিচালক হলেন আকতার হোসেন

দখিনের সময় ডেস্ক: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (সংযুক্ত) মহাপরিচালক (গ্রেড-২) আকতার হোসেন। মঙ্গলবার(১৪ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের...

র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার বেড়েছে

দখিনের সময় ডেস্ক: র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার গড়ে ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে র‍্যানসমওয়্যার সাইবার হামলায় ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো গড়ে ৪ লাখ থেকে ২০...

Recent Comments