Home রাজনীতি তিনটি সমাবেশেই সরকারের কম্পন শুরু হয়েছে: ফখরুল

তিনটি সমাবেশেই সরকারের কম্পন শুরু হয়েছে: ফখরুল

দখিনের সময় ডেস্ক

তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো খেলা খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এ কথা বলেন।

যুব সমাবেশের মঞ্চে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে দুটি চেয়ার ফাঁকা রাখা হয়। এ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আজকের মঞ্চে যে চেয়ারটা খালি রাখা হয়েছে সেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। অন্য খালি চেয়ারটি তারেক রহমানের। আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন। এখনো অসুস্থ শরীর নিয়ে তিনি গৃহবন্দি হয়ে আছেন। আমাদের নেতাকে মিথ্যা মামলায় দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে, গুম করেছে।’

বিএনপির চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার বিভাগীয় গণসমাবেশের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তিনটা সমাবেশ করায় আপনাদের কম্পন শুরু হয়েছে। এতো কাপাকাপি শুরু হয়েছেন, আপনারা ওই সমাবেশগুলো বন্ধ করবার জন্যে পরিবহন ধর্মঘট করাচ্ছেন। ধর্মঘট দিয়ে কী মানুষকে আটকে রাখা যায়। এ দেশের মানুষ পায়ে হেটে তাদের দাবি জানাতে সমাবেশগুলোতে উপস্থিত হয়েছে।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, সাইফুল আলম নিরব, মীর আলী নেওয়াজ, আমিনুল হক, রফিকুল আলম মজনু, মোরতাজুল করীম বাদরু, যুবদলের মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, কামরুজ্জামান দুলাল, গোলাম মওলা শাহীন, ইছহাক সরকার, খন্দকার এনামুল হক এনাম, মশিউর রহমান রনি।

এরআগে আজ সকালে নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জিয়াউর রহমান ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পরপরই ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল গঠন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments