Home রাজনীতি তিনটি সমাবেশেই সরকারের কম্পন শুরু হয়েছে: ফখরুল

তিনটি সমাবেশেই সরকারের কম্পন শুরু হয়েছে: ফখরুল

দখিনের সময় ডেস্ক

তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো খেলা খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এ কথা বলেন।

যুব সমাবেশের মঞ্চে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে দুটি চেয়ার ফাঁকা রাখা হয়। এ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আজকের মঞ্চে যে চেয়ারটা খালি রাখা হয়েছে সেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। অন্য খালি চেয়ারটি তারেক রহমানের। আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন। এখনো অসুস্থ শরীর নিয়ে তিনি গৃহবন্দি হয়ে আছেন। আমাদের নেতাকে মিথ্যা মামলায় দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে, গুম করেছে।’

বিএনপির চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার বিভাগীয় গণসমাবেশের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তিনটা সমাবেশ করায় আপনাদের কম্পন শুরু হয়েছে। এতো কাপাকাপি শুরু হয়েছেন, আপনারা ওই সমাবেশগুলো বন্ধ করবার জন্যে পরিবহন ধর্মঘট করাচ্ছেন। ধর্মঘট দিয়ে কী মানুষকে আটকে রাখা যায়। এ দেশের মানুষ পায়ে হেটে তাদের দাবি জানাতে সমাবেশগুলোতে উপস্থিত হয়েছে।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় আরও বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, সাইফুল আলম নিরব, মীর আলী নেওয়াজ, আমিনুল হক, রফিকুল আলম মজনু, মোরতাজুল করীম বাদরু, যুবদলের মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, কামরুজ্জামান দুলাল, গোলাম মওলা শাহীন, ইছহাক সরকার, খন্দকার এনামুল হক এনাম, মশিউর রহমান রনি।

এরআগে আজ সকালে নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে প্রয়াত জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জিয়াউর রহমান ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পরপরই ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল গঠন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এপ্রিলে ৬৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩২: বিআরটিএ

দখিনের সময় ডেস্ক: এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬৫৮টি। এসব দুর্ঘটনায় মারা গেছে ৬৩২ জন মানুষ। একইসঙ্গে আহত হয়েছে আরও অন্তত ৮৬৬ জন...

তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী।...

জাতিসংঘে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিল আর্জেন্টিনা সহ ৯ দেশ

দখিনের সময় ডেস্ক: ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে শুক্রবার সংস্থাটির সাধারণ পরিষদে ভোট অনুষ্ঠিত হয়েছে। এই ভোটে শেষ পর্যন্ত প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হয়েছে।...

স্কোপোলামিনর আগ্রাসন, কী করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশে শুরুতে ঢাকায় পাওয়া গেলেও পরে স্কোপোলামিন ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে ঢাকার বাইরের জেলাগুলোতেও। যদিও এমন ঘটনার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান...

Recent Comments