Home বরিশাল পটুয়াখালী বাউফলে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে জখম

বাউফলে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে জখম

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খানকে (৪৮) কে প্রকাশ্যে দিবালোকের সামনে কুপিয়ে জখম করা হয়েছে। তার আপন চাচাতো ভাই উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়সাল খানের নেতৃত্বে তাকে মারাতœক ভাবে কুপিয়ে জখম করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর শহরের হাসন দালাল মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটেছে। আহত মামুন খানকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা গেছে,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খান ঘটনার দিন সোয়া ১টার দিকে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে কৃষি ব্যাংকের সামনে তার আপন চাচাতো ভাই ও উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়সাল খানের নেতৃত্বে ৩-৪ জন লোক ধারালো চাপাতি দিয়ে তাকে মাথায়, পিঠে, পেটে ও কোমড়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে ।

বাউফল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন,‘ মামুন খানের মাথার আঘাত গুরুতর। হাঁড় কেটে ভিতরে ডুকে মগজ বেড় হয়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক প্রত্যক্ষদর্শী জানান, মামুন খান উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজের বাসভবন থেকে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বেড় হয়ে রাস্তায় আসার সাথে সাথেই ফয়সাল খান তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকেন। তখন মামুন খান ডাকচিৎকার দিলেও আশপাশের কোন লোক তাকে সাহস করে রক্ষা করতে এগিয়ে যাননি। মামুন খানকে কোপানো শেষে হামলাকারী ফয়সাল ও তার তিন সহযোগি বীর দর্পে চলে যায়।

এ ব্যাপারে কৃষক দলের আহবায়ক ফয়সাল খানকে তার মোবাইল ফোনে কল দেয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। বাউফল থানার ওসি আল মামুন বলেন,খবর পেয়ে সাথে সাথে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। এব্যাপারে অভিযোগ পেলে দুষিদের ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।...

আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে: জামায়াত আমির

দখিনের সময় ডেস্ক: ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোর বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।...

আগের মতই আছে সব, কেবল শেখ হাসিনা নেই: গয়েশ্বর

দখিনের সময় ডেস্ক: সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার বদলে গেছে।...

অনন্যার গোপন ভিডিও ফাঁস করেদেয়ার হুমকি

দখিনের সময় ডেস্ক: একের পর এক সিনেমা, সিরিজে কাজ করে চলেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বলা যায়, এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্য এখন সবচেয়ে ব্যস্ত তিনি।...

Recent Comments