Home বরিশাল পটুয়াখালী বাউফলে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে জখম

বাউফলে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে জখম

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খানকে (৪৮) কে প্রকাশ্যে দিবালোকের সামনে কুপিয়ে জখম করা হয়েছে। তার আপন চাচাতো ভাই উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়সাল খানের নেতৃত্বে তাকে মারাতœক ভাবে কুপিয়ে জখম করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর শহরের হাসন দালাল মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটেছে। আহত মামুন খানকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা গেছে,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন খান ঘটনার দিন সোয়া ১টার দিকে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে কৃষি ব্যাংকের সামনে তার আপন চাচাতো ভাই ও উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়সাল খানের নেতৃত্বে ৩-৪ জন লোক ধারালো চাপাতি দিয়ে তাকে মাথায়, পিঠে, পেটে ও কোমড়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে ।

বাউফল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন,‘ মামুন খানের মাথার আঘাত গুরুতর। হাঁড় কেটে ভিতরে ডুকে মগজ বেড় হয়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক প্রত্যক্ষদর্শী জানান, মামুন খান উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল ফিরোজের বাসভবন থেকে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে বেড় হয়ে রাস্তায় আসার সাথে সাথেই ফয়সাল খান তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকেন। তখন মামুন খান ডাকচিৎকার দিলেও আশপাশের কোন লোক তাকে সাহস করে রক্ষা করতে এগিয়ে যাননি। মামুন খানকে কোপানো শেষে হামলাকারী ফয়সাল ও তার তিন সহযোগি বীর দর্পে চলে যায়।

এ ব্যাপারে কৃষক দলের আহবায়ক ফয়সাল খানকে তার মোবাইল ফোনে কল দেয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। বাউফল থানার ওসি আল মামুন বলেন,খবর পেয়ে সাথে সাথে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। এব্যাপারে অভিযোগ পেলে দুষিদের ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments