Home শীর্ষ খবর বিএনপির সমাবেশের আগে ফরিদপুরেও বাস ধর্মঘট

বিএনপির সমাবেশের আগে ফরিদপুরেও বাস ধর্মঘট

দখিনের সময় ডেস্ক:
ফরিদপুরে দুই দিনের বাস ধর্মঘট ডেকেছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামী শুক্রবার সকাল ৬টা থেকে পরদিন শনিবার রাত ৮টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। তবে বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘট ডাকা হয়েছে। যদিও মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট আহবান করা হয়েছে বলে দাবী করছেন সংশ্লিষ্টরা।
ফরিদপুর জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে মহাসড়কগুলোতে সব ধরনের তিন চাকার চলাচল বন্ধের নিষেধাজ্ঞা থাকলেও তা বন্ধ হয়নি। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন মহাসড়কে এসব ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল বেড়েছে। মহাসড়কে এসব যানবাহন চলাচল করায় দুর্ঘটনাও ঘটছে। এসব বন্ধ করতেই তারা দুদিনের বাস ধর্মঘট ডেকেছেন বলে দাবি করেছেন।
এদিকে তিন চাকার যানবাহনের মালিক ও শ্রমিকরা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, শুধুমাত্র ফিডার রোডেই চলাচল করছেন তারা। তবে ফিডার রোডে প্রবেশ করতে মহাসড়কের সামান্য কিছু অংশ ব্যবহার করতে হয় বলে জানান।
যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন,  বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঠিক আগ মুহূর্তে পরিবহন ধর্মঘট আহ্বান স্বাভাবিক নয়। সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকেই এই নীলনকশা করা হচ্ছে। বিএনপির এ অভিযোগ অস্বীকার করে ফরিদপুর বাস মালিক গ্রুপের সহসভাপতি গৌতম কুমার ঘোষ শেখর বলেন, ‘এই ধর্মঘট মালিক-শ্রমিকদের দাবি আদায়ের নিয়মিত কর্মসূচির একটি অংশ।’
এর আগে ময়মনসিংহ, রংপুর, খুলনা ও বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকে বিভিন্ন জেলার পরিবহন মালিক ও শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার

দখিনের সময় ডেস্ক: দেশের বাইরে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....

ভারতে জনতার রোষানলে মন্ত্রী

দখিনের সময় ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জনতার রোষানলে পড়েছেন সেখানকার একজন মন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন সরকারি সহায়তা না...

আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন না কোন আইনজীবী, জামিন শুনানি ২ জানুয়ারি

দখিনের সময় ডেস্ক: ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানির জন্য আগামী বছরের ২ জানুয়ারি দিন ধার্য করেছেন...

অন্তর্র্বতী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি‍: ভারতীয় হাইকমিশনার

দখিনের সময় ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। তিনি বলেন, আমাদের সম্পর্ক...

Recent Comments