Home শীর্ষ খবর বিএনপির সমাবেশের আগে ফরিদপুরেও বাস ধর্মঘট

বিএনপির সমাবেশের আগে ফরিদপুরেও বাস ধর্মঘট

দখিনের সময় ডেস্ক:
ফরিদপুরে দুই দিনের বাস ধর্মঘট ডেকেছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামী শুক্রবার সকাল ৬টা থেকে পরদিন শনিবার রাত ৮টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। তবে বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘট ডাকা হয়েছে। যদিও মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট আহবান করা হয়েছে বলে দাবী করছেন সংশ্লিষ্টরা।
ফরিদপুর জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে মহাসড়কগুলোতে সব ধরনের তিন চাকার চলাচল বন্ধের নিষেধাজ্ঞা থাকলেও তা বন্ধ হয়নি। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন মহাসড়কে এসব ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল বেড়েছে। মহাসড়কে এসব যানবাহন চলাচল করায় দুর্ঘটনাও ঘটছে। এসব বন্ধ করতেই তারা দুদিনের বাস ধর্মঘট ডেকেছেন বলে দাবি করেছেন।
এদিকে তিন চাকার যানবাহনের মালিক ও শ্রমিকরা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, শুধুমাত্র ফিডার রোডেই চলাচল করছেন তারা। তবে ফিডার রোডে প্রবেশ করতে মহাসড়কের সামান্য কিছু অংশ ব্যবহার করতে হয় বলে জানান।
যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন,  বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঠিক আগ মুহূর্তে পরিবহন ধর্মঘট আহ্বান স্বাভাবিক নয়। সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকেই এই নীলনকশা করা হচ্ছে। বিএনপির এ অভিযোগ অস্বীকার করে ফরিদপুর বাস মালিক গ্রুপের সহসভাপতি গৌতম কুমার ঘোষ শেখর বলেন, ‘এই ধর্মঘট মালিক-শ্রমিকদের দাবি আদায়ের নিয়মিত কর্মসূচির একটি অংশ।’
এর আগে ময়মনসিংহ, রংপুর, খুলনা ও বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকে বিভিন্ন জেলার পরিবহন মালিক ও শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক: চরমোনাই পীর

দখিনের সময় ডেস্ক: ফরিদপুরে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল...

স্কুল-কলেজ-মাদ্রাসা খুলছে ২৮ এপ্রিল, বন্ধ থাকবে অ্যাসেম্বলি

দখিনের সময় ডেস্ক: তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা আগামী ২৮ এপ্রিল থেকে খুলছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর...

দাবদাহে সক্রিয় হয় বিষাক্ত সাপ

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে মানুষের মধ্যেই যে কেবল হাঁসফাঁস অবস্থা তৈরি হয়, তা নয়। একই অবস্থা তৈরি হয় সাপের ক্ষেত্রেও। দাবদাহে বিষাক্ত সাপও সক্রিয়...

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

দখিনের সময় ডেস্ক: দেশজুড়ে চলছে হিট অ্যালার্ট। রৌদে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের। দেশের সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও...

Recent Comments