দখিনের সময় ডেক্স:
চট্টগ্রাম জেলা প্রশাসন আজ শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সবকিছু বন্ধের ঘোষণা করেছে। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে রেকর্ডসংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। শুক্রবার বিকেলে এই ঘোষণা দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি জানান, চট্টগ্রামে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পরিস্থিতি সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান এবং কাঁচাবাজার ছাড়া সবকিছু বন্ধ থাকবে। অর্থাৎ বিপণিবিতান, খাবারের দোকানসহ যাবতীয় সব দোকানপাট বন্ধ রাখতে হবে। এটি কার্যকর হবে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ।
জেলা প্রশাসক বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন এই নির্দেশনা মেনে চলছে কি না তা তদারকির জন্য । এই নির্দেশনা কার্যকর থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত । জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে নতুন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হন, যা চট্টগ্রামে এ যাবৎকালের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।