দখিনের সময় ডেক্স:
সুন্দরবনে সব ধরনের পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার বিস্তার প্রতিরোধে শুক্রবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তি দিয়ে, বন্ধ ঘোষণা করা হয়েছে সুন্দরবনসহ জেলার সব পর্যটনকেন্দ্র ।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার এক চিঠিতে শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব পর্যটককেন্দ্র বন্ধ রাখতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি বিস্তার প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ২০২০ সালের মে মাস থেকে করোনা মহামারির কারণে সুন্দরবনসহ সাতক্ষীরা জেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এতে করে বন্ধ হয়ে যায়, জেলার শ্যামনগরের আশাক লীনা, কারামোড়া, দেবহাটার রুপসী ম্যানগ্রোভসহ সব পর্যটনকেন্দ্র। পরবর্তীতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ১ নভেম্বর থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশের ঘোষণা দেওয়া হয়।
এদিকে করোনাভাইরাসের কারণে দ্বিতীয়বারের মতো বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কও। বন বিভাগের নির্দেশে ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এটি বন্ধ থাকবে। এর আগে পার্কটি ২০২০ সালের ২০ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল।