Home বরিশাল পাওয়ার অব অ্যাটর্নি বানিজ্যে, শতকোটি টাকার মালিক মোতালেব হাওলাদার

পাওয়ার অব অ্যাটর্নি বানিজ্যে, শতকোটি টাকার মালিক মোতালেব হাওলাদার

দখিনের সময় রিপোর্ট:
বিরোধপূর্ণ জমির সন্ধান পেলে নিজেই তদবির করে নিয়ে নেন পাওয়ার অব অ্যাটর্নি। এরপর প্রভাবশালীদের নিয়ে সেই জমি দখল করেন। আর এভাবে নামে-বেনামে শত কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত সার্ভেয়ার এমএ মোতালেব হাওলাদার।
অভিযুক্ত এমএ মোতালেব হাওলাদার বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার বাঘিয়া এলাকার বাসিন্দা। তিনি  নগরীর অনেক মানুষকে পথে বসিয়েছেন। মোতালেব হোসেনের লক্ষ্যই হচ্ছে দামি জমিতে তৃতীয় কোনো পক্ষ দাঁড় করিয়ে পাওয়ার অব অ্যাটর্নি নেওয়া। তারপর সেখানে তিনি সব রকমের হামলা-মামলা করে দখলে নিতে চান। শুধু আমি না, নগরীর অনেকেই সার্ভেয়ার মোতালেবকে নিয়ে আতঙ্কে থাকেন। প্রসঙ্গত, দেশের স্বনামধন্য একটি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিছু দিন সার্ভেয়ারের দায়িত্ব পালনের পর সেখান থেকে এমএ মোতালেব হাওলাদার চাকরিচ্যুত হন বলে জানা গেছে।
অনেক লোকের জমি প্রতারণা করে নিজের নামে নিয়েছেন মোতালেব। অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আজ পথে বসেছেন তার কারণে। মোতালেব সার্ভেয়ার। এজন্য বরিশালের আশপাশের সকল জমির খবর জানেন। যেখানে গিয়ে দেখেন জমি মূল্যবান, সেখানেই নিজে কায়দা করে ঢুকে বিরোধ তৈরি করেন। আর জমির মালিক দুর্বল হলে সেই জমি নিজের নামে লিখে নেন। তার সঙ্গে অনেক সন্ত্রাসী আছে। মোতালেবের টার্গেট থাকে নগরীর কোন কোন স্থানে দামি জমি রয়েছে। জমির মালিক যদি বিদেশে থাকেন বা একটু দুর্বল হন তাহলে জাল কাগজ তৈরি করে সেই জমি নিজের দাবি করেন। নগরীর বিভিন্ন এলাকায় তিনি জমির পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে মামলা চালিয়ে অনেককে নিজের জমিতেও যেতে দিচ্ছেন না।
শুধু পাওয়ার অব অ্যাটর্নি নিয়েই ক্ষান্ত নয়, হামলা-মামলার মতো ধারাবাবিক কাজও তিনি করেন জমি দখলে নিতে। এই  সার্ভেয়ারের নামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়ে ভুক্তভোগী ইসমাত সায়লা হত্যার হুমকির মধ্যে পড়েছেন। ভুক্তভোগী ইসমাত সায়লা বলেন, এম মোতালেব হাওলাদারের সাথে দেওয়ানী মামলা চলছে। তারপরও সিএন্ডবি পুল সংলগ্ন মীরাবাড়িতে আমার জমিতে সে সাইনবোর্ড দিতে আসেন। আমি তখনো তাকে বলেছি, মামলা নিস্পত্তি হলে যে পাবে সে নিয়ে যাবে। সুরহা হওয়ার আগে সাইনবোর্ড দেওয়া যাবে না। তখন তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালি এবং খুনের হুমকি দেন। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি। পুরো পরিবার আতঙ্কে আছি, কখন সে কী করে।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সার্ভেয়ার এমএ মোতালেব হোসেন। তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র আমার জমি জাল-জালিয়াতি করে দখলে নিতে চায়। এই সংঘবদ্ধ দলটি আমাকে হয়রানি করছে। এজন্য শুধু দুর্নীতি দমন কমিশনে নয়, দেশের অনেক দপ্তরে অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের সূত্র ধরে আমাকে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা অফিস ডেকেছিল। আমি সেখানে আমার জমির কাগজ দেখিয়ে এসেছি। পুলিশ কমিশনার স্যারের সঙ্গে দেখা করে জমির কাগজ দেখিয়ে এসেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

ঝালকাঠিতে এক বিধবা রহস্য জনক মৃত্যু

ইমাম বিমান, ঝালকাঠি থেকে: ঝালকাঠি সদর উপজেলাধীন দশনাকান্দা গ্রামে খালপাড় থেকে আয়েশা বেগম (৫৫),নামের পঞ্চাশার্ধ বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ নভেম্বর...

ইসকন নেতা আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদ বিক্ষোভ করেছে তার অনুসারীরা। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর...

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার, রয়েছেন ডিবি হেফাজতে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল...

Recent Comments