Home রাজনীতি বরগুনা আওয়ামী লীগের অর্ধ-শতাধিক নেতাকর্মী বিএনপিতে

বরগুনা আওয়ামী লীগের অর্ধ-শতাধিক নেতাকর্মী বিএনপিতে

দখিনের সময় ডেস্ক:
বরগুনার আমতলীতে আওয়ামী লীগের অর্ধ-শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার(১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়। বিএপিতে যোগ দেওয়াদের মধ্যে উপজেলার চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফেজ উদ্দিন প্যাদা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন রয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির ও সদস্যসচিব মো. তুহিন মৃধার হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন আওয়ামী নেতারা। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খানসহ উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মো. সফেজ উদ্দিন প্যাদা বলেন,  আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছি কিন্তু মূল্যায়ন পাইনি। ভোট চুরি, সাধারণ মানুষের অধিকার হরণসহ আওয়ামী লীগের দুঃশাসন আর মুখ বুঝে সহ্য করতে না পেরে আমি আমার নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন,  মানুষ আজ আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আর বেশি সময় নেই যখন দলে দলে বিএনপিতে যোগ দেওয়ার ঢল নামবে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন,  এরা এক সময় বিএনপি করত। এসেছিল সুবিধা নিতে, সুবিধা না পেয়ে আবার চলে গেছে। এর মধ্যে একজনকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছিল, কিন্তু তারা প্রকৃত আওয়ামী লীগের লোক না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তীব্র গরমেও ঘর ঠান্ডা রাখার সহজ উপায়ে

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হিট অ্যালার্ট জারি রয়েছে। এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। একটু শীতলতার খোঁজে মানুষ। যাদের ঘরে এসি...

দংশন করা সাপে ছবি তুলে রাখার পরামর্শ চিকিৎসকদের

দখিনের সময় ডেস্ক: চিকিৎসকরা মূলত রোগীকে হাসপাতালে ভর্তি করে তার বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে থাকেন। সাপে কামড়ানোর সময় সেটি কী প্রজাতির সাপ বা...

গরমের হাত থেকে বাঁচতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু

দখিনের সময় ডেস্ক: রাতে তীব্র গরমের হাত থেকে বাচতে ঘর থেকে বের হয়ে বাইরে বসেছিলেন ইমামুল ব্যাপারী (৩৪)। এ সময় তাকে বিষধর সাপে কামড় দেয়।...

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

Recent Comments