Home অন্যান্য নির্বাচিত খবর ভূমিদস্যু মোতালেবের হাত থেকে বাঁচতে বরিশাল নগরীতে মানববন্ধন

ভূমিদস্যু মোতালেবের হাত থেকে বাঁচতে বরিশাল নগরীতে মানববন্ধন

দখিনের সময় ডেস্ক:
দুর্নীতিতে অভিযুক্ত সার্ভেয়ার এম মোতালেব হোসেনের নির্যাতন থেকে বাঁচতে মানবন্ধন করেছে বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দারা। আজ শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক এই সার্ভেয়ারকে ভূমিদস্যু উল্লেখ করে বক্তারা বলেন, অনিয়ম করে এ্যাংকর সিমেন্ট থেকে চাকরিচ্যুত হওয়া সার্ভেয়ার মোতালেব হোসেন জাল-জালিয়াতি করে পৈত্রিকসূত্রে পাওয়া জমিও তার নামে লিখে নিয়েছে। তার জাল-জালিয়াতির কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। বক্তারা দুর্নীতিবাজ এই সার্ভেয়ারের বিরুদ্ধে দ্রুত আইনগত কঠোর ব্যবস্থা না নিলে আরও অনেক পরিবার পথে বসবে বলেও বক্তারা বলেন। সেই সঙ্গে অবৈধভাবে দখলচেষ্টা প্রতিহত করতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগী পরিবারগুলো।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমি হারানো অ্যাডভোকেট আবুল খায়ের মো. সফিউল্লাহ, সৈয়দা ইসমাত সায়লা, বরকত হোসেন, জোহরা লাইজু ও সাবের হোসেন বাবু। ইসমাত সায়লা বলেন, আমার বাবার দেওয়া সম্পত্তি প্রতারণা করে ভূমিদস্যু মোতালেব জাল দলিল নিয়ে এসে দখলে নিচ্ছে। তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। তারপরও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছে। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সহযোগিতা পাচ্ছি না।
অ্যাডভোকেট আবুল খায়ের মো. সফিউল্লাহ বলেন, প্রতারক মোতালেব সুকৌশলে জমির জাল দলিল করে এসে নিজের দাবি করছে। তার প্রতারণায় শুধু আমরাই নই বরিশালের অনেক পরিবার আজ পথে বসেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এই ভূমিদস্যুকে আপনারা আইনের আওতায় নিন। সে সার্ভেয়ার হয়ে মানুষের জমি ঠকিয়ে নিজের নামে করে নিচ্ছে।
জোহরা লাইজু বলেন, মোতালেব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের বাড়ি ছাড়তে বলেছে। অন্যথায় আমার স্বামীকে খুন করার হুমকিও দিয়েছে প্রকাশ্যে। তার নির্যাতনের হাত থেকে আমরা বাঁচতে প্রশাসনের সহায়তা চাই।
প্রসঙ্গত, এর আগে মোতালেব হাওলাদারের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে লিখিত আবেদন করেন ইসমাত সায়লা নামে এক গৃহবধূ। এর পরপরই ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেন মোতালেব হাওলাদার। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন ওই নারী।
প্রসঙ্গত, বিরোধপূর্ণ জমির সন্ধান পেলে নিজেই তদবির করে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে নেন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস এলাকার বাসিন্দা এম মোতালেব হোসেন। তিনি সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এ্যাংকর সিমেন্ট কোম্পানিতে কিছুদিন সার্ভেয়ার পদে চাকর করছেন। অনিয়মের কারণে চাকরিচ্যুত হয়েছেন। মোতালেব নামে-বেনামে শত কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments