Home খেলাধূলা জাপানের কাছে ধরাশায়ী জার্মানি

জাপানের কাছে ধরাশায়ী জার্মানি

দখিনের সময় ডেস্ক
কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয় দিন অঘটন ঘটল। এবার শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান। প্রথমার্ধ শেষে ১ গোলে পিছিয়ে থাকলেও বিরতির পর দুর্দান্ত কামব্যাক করে ২ টি গোল দিয়ে জয় নিশ্চিত করে এশিয়ান পরাশক্তিরা। আজ বুধবার ‘ই’ গ্রুপে আল রাইয়ান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হয় জার্মানি। তবে ম্যাচ পরিসংখ্যানে ইউরোপিয়ান জায়ান্টরা এগিয়ে থাকলেও দারুণ দুটি গোলে জয় তুলে নেয় জাপান। গতকাল সৌদি আরবের বিপক্ষে হেরে অঘটনের শিকার হয়েছিল আর্জেন্টিনাও।
এদিন খেলার শুরুতে জাপানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। আগের মিনিটে দলের এক খেলোয়াড়কে জাপানি গোলরক্ষক বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে স্পট কিকে গোল করেন ইলকাই গুন্দোগান। প্রথমার্ধের শেষ দিকে জার্মানির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে একেবারে শেষে জাপান একটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় জাপান। ৮ মিনিটের ব্যবধানে ২টি গোল দিয়ে জয় নিশ্চিত করে। যার শুরুটা করেন বদলি নামা রিতসু দোয়ান। ৭৫তম মিনিটে তাকুমি মিনামিনোর শট জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ার ঠেকিয়ে দিলেও আলগা বলে দোয়ানের শট ঠিকই জালে জড়ায়।
যদিও মিনিট দুয়েক পরেই জার্মানি এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু জশুয়া কিমিখের কর্নার থেকে হেডে গোল করচে পারেননি গুন্দোগান। তবে জাপান ঠিকই সুযোগ হাতছাড়া করেনি। কউ ইতাকুরার বাড়ানো লং বল পেয়ে বক্সে ঢুকে পড়েন তাকুমা আসানো। দারুণ এক ফার্স্ট টাচে ছিটকে দেন ডিফেন্ডার নিকো শ্লটারবেককে, এরপর বক্সে ঢুকে দুরূহ এক কোণ থেকে করে বসেন গোল। জার্মানির হারটা নিশ্চিত হয়ে গেছে তখনই। শেষ দিকে অবশ্য জার্মানরা মরিয়া চেষ্টা করে। তবে লাভ হয়নি। জাপানই জয় নিয়ে মাঠ ছাড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তীব্র গরমেও ঘর ঠান্ডা রাখার সহজ উপায়ে

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হিট অ্যালার্ট জারি রয়েছে। এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। একটু শীতলতার খোঁজে মানুষ। যাদের ঘরে এসি...

দংশন করা সাপে ছবি তুলে রাখার পরামর্শ চিকিৎসকদের

দখিনের সময় ডেস্ক: চিকিৎসকরা মূলত রোগীকে হাসপাতালে ভর্তি করে তার বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে থাকেন। সাপে কামড়ানোর সময় সেটি কী প্রজাতির সাপ বা...

গরমের হাত থেকে বাঁচতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু

দখিনের সময় ডেস্ক: রাতে তীব্র গরমের হাত থেকে বাচতে ঘর থেকে বের হয়ে বাইরে বসেছিলেন ইমামুল ব্যাপারী (৩৪)। এ সময় তাকে বিষধর সাপে কামড় দেয়।...

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

Recent Comments