Home প্রযুক্তি আবারও ব্লু-টিকের সাবস্ক্রিপশনের দিন পিছিয়ে দিলেন ইলন মাস্ক

আবারও ব্লু-টিকের সাবস্ক্রিপশনের দিন পিছিয়ে দিলেন ইলন মাস্ক

দখিনের সময় ডেস্ক:
আবারও মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘ব্লু-টিকের’ সাবস্ক্রিপশনের দিন পিছিয়ে দিলেন সংস্থাটির নতুন মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এ বিষয়ে মঙ্গলবার একটি টুইট করেন ইলন মাস্ক। তাতে তিনি বলেন, আপাতত ব্লু-টিকের জন্য ৮ ডলারের সাবস্ক্রিপশন প্রণয়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। এর আগেও এটি স্থগিত করা হয়েছিল। তবে নভেম্বরের শেষেই এটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছিলেন ইলন মাস্ক।
এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাওয়া। টুইটারের সাবস্ক্রিপশন নীতির বর্তমান অবস্থা এমনই। একদিকে ইলন মাস্ক চাইছেন, ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য টাকা নেবেন। অন্যদিকে ব্যবহারকারীদের বড় অংশ এর বিরোধী। আর এর ফলে বারবার ঘোষণা করেও তারিখ পিছিয়ে দিচ্ছে টুইটার।
তবে ব্যবহারকারীদের বিরোধিতাই যে এর একমাত্র কারণ, তা বলা যায় না। সত্যি বলতে, কে কী বলল, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না ইলন মাস্ক। কিন্তু এই ভেরিফিকেশন ব্যাজের সাবস্ক্রিপশন বসাতে গিয়ে অন্য সমস্যা দেখা দিয়েছে। অনেকেই টাকার বিনিময়ে ভুয়া অ্যাকাউন্ট ভেরিফায়েড করিয়ে নিচ্ছেন। আর এর ফলে ভুয়া অ্যাকাউন্ট, পোস্ট ঘিরে তৈরি হচ্ছে বিভ্রান্তি। এই সমস্যার কীভাবে মোকাবিলা করা যায়, তা খুঁজে পেতেই ঘুম উধাও টুইটার কর্তৃপক্ষের। তবে এর একটি উপায় আছে।
সেটি হল- বড় সংস্থা, সংগঠনের জন্য ধূসর রঙের টিক চিহ্ন ব্যবহার করা। অর্থাৎ ধরুন বিভিন্ন দেশের সরকারি সংস্থা, মন্ত্রণালয়, বড় সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ পেজের ক্ষেত্রে ধূসর টিক ব্যবহার করা হবে। এর ফলে সেই অতি-গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের নিরাপত্তা বজায় থাকবে। কেউ সেগুলোর ভুয়া অ্যাকাউন্ট বানিয়ে অপপ্রচার করতে পারবে না। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments