Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি প্রেমিকের কান্ড, কলেজছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবী 

প্রেমিকের কান্ড, কলেজছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবী 

দখিনের সময় ডেস্ক:
তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে এক যুবক
কলেজছাত্রীর (১৮) নগ্ন ভিডিও ধারণ করেছে তার প্রেমিক। পরে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন। এ ঘটনা নোয়াখালী জেলা শহর মাইজদীতে। এ অপরাধে গ্রেফতার হয়েছে তিনজন।
জানা গেছে, একই কলেজে পড়ার সুবাদে এক ছাত্রীর (১৮) সঙ্গে তানভির আহমেদ শুভর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন সময় কৌশলে ওই ছাত্রীর মোবাইল ফোন দিয়ে মোবাইলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে, যা তানভীর নিজের মোবাইল ফোনে নিয়ে নেন।
নগ্ন ছবি ও ভিডিও নেওয়ার কয়েকদিন পর থেকে ছাত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শুভ। কিছুদিন আগে শুভ তার বন্ধু সৈকত ও নাঈমকে ওই ছাত্রীর নগ্ন ভিডিওগুলো দিয়ে দেন। বিষয়টি জানার পর শুভর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি ভিডিওগুলো কেটে দেবেন বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
বিষয়টি ভুক্তভোগি ছাত্রীর পক্ষ থেকে থানায় অবগত করা হলে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। আসামি শুভর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ দুটি মোবাইল জব্দ করা হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আসামিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তানভীর আহম্মেদ শুভ, একই এলাকার জুলফিকার ইসলাম নাঈম ও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আরিফুল ইসলাম সৈকত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments