Home প্রযুক্তি লিংকডইনে গুরুত্বপূর্ণ বার্তা আলাদা ট্যাবে দেখা যাবে

লিংকডইনে গুরুত্বপূর্ণ বার্তা আলাদা ট্যাবে দেখা যাবে

দখিনের সময় ডেস্ক:
পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের ইনবক্সে প্রতিদিনই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো বার্তা জমা হয়। সময় স্বল্পতায় অসংখ্য বার্তার মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ আর কোনটি সাধারণ—তা আগে থেকে অনুমান করা যায় না। ফলে গুরুত্বপূর্ণ বার্তা আর পড়া হয়ে ওঠে না। সমস্যা সমাধানে ‘ফোকাসড ইনবক্স’ সুবিধা চালু করছে লিংকডইন। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সহজেই গুরুত্বপূর্ণ বার্তাগুলো আলাদা ট্যাবে দেখতে পারবেন। পেশাজীবীদের দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য জানার পাশাপাশি উত্তর দেওয়ার সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন।
ফোকাসড ইনবক্স সুবিধায় ইনবক্স অপশনের মধ্যে দুটি ট্যাব যুক্ত করা হবে। ‘ফোকাসড’ ও ‘আদার’ নামের ট্যাব দুটির একটিতে গুরুত্বপূর্ণ এবং অপরটিতে সাধারণ বার্তাগুলো পাওয়া যাবে। ফোকাসড ট্যাবে গুরুত্বপূর্ণ বার্তা নির্বাচনের জন্য ব্যবহারকারীদের আগে থেকেই নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে পারবেন। ফলে নির্বাচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো কোনো বার্তা পাঠালেই সেগুলো জমা হবে ট্যাবটিতে। লিংকডইনের ইনবক্সে থাকা ফোকাসড ট্যাবে ক্লিক করলেই গুরুত্বপূর্ণ সব বার্তাগুলো দেখা যাবে।
এক বিবৃতিতে লিংকডইন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের অনেকেই পেশাগত যোগাযোগের জন্য বার্তা মিনিময়কে বেশি পছন্দ করছেন। আর তাই গত বছরের তুলনায় এ বছর লিংকডইনে বার্তা বিনিময়ের সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে। নতুন এ সুযোগ কাজে লাগিয়ে অন্যদের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো দ্রুত পড়ার পাশাপাশি সময়মতো উত্তারও পাঠানো যাবে। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা চালু হবে।
সম্প্রতি নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানোর জন্য পোস্ট শিডিউল সুবিধা চালু করেছে লিংকডইন। এ সুবিধা কাজ লাগিয়ে পোস্টের সময় নির্ধারণ করে দিলেই সেগুলো নির্দিষ্ট সময়ে লিংকডইনে পোস্ট হয়ে যায়। ফলে কাজে ব্যস্ত থাকলেও নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ পোস্ট করা সম্ভব। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারেও এ সুবিধা মিলে থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে?

সাধারণভাবে বলা হয়, আমলাতন্ত্রের মাধ্যমেই দেশ শাসিত হচ্ছে। কিন্তু চলমান ধারার ফলাফল এবং সুদূরপ্রসারী প্রভাব কী? জরুরি প্রশ্ন, সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে? স্বীকৃত বিষয়...

গুড় বেশি খেয়ে ফেলছেন? জেনে নিন কী হয়

দখিনের সময় ডেস্ক: গুড় দিয়ে তৈরির নানা পদের আয়োজন। পিঠা, পায়েস, সন্দেশ থাকে এই তালিকায়। গুড় স্বাস্থ্যকর খাবার হিসেবেই খাওয়া হয়। তবে কোনোকিছুই বেশি খাওয়া...

ঝগড়ার সময় যে কথাগুলো বলবেন না

দখিনের সময় ডেস্ক: রেগে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব শব্দ ব্যবহার করি যেগুলো আসলে সম্পর্ক আরও খারাপের দিকে নিয়ে যায়। আবার ঝগড়ার সময় একটু...

আবেগ কমাতে চান?

দখিনের সময় ডেস্ক: আবেগ নিয়ন্ত্রণে রাখা মুশকিল। তবে এই গুণ থাকার অনেক সুবিধা রয়েছে। আপনার কমনীয়তা এবং আত্ম-নিয়ন্ত্রণের কারণে অন্যের কাছে প্রশংসিত হবেন। কঠিন সময়ে...

Recent Comments