Home বরিশাল পুলিশি অভিযানে সঙ্গে থাকা সাক্ষীর মৃত্যু, পুলিশ বলছে হার্ট অ্যাটাক

পুলিশি অভিযানে সঙ্গে থাকা সাক্ষীর মৃত্যু, পুলিশ বলছে হার্ট অ্যাটাক

দখিনের সময় ডেস্ক:
পুলিশি অভিযান চলাকালে সঙ্গে থাকা সাক্ষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম খলিল খান (৪৫)। তিনি বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া খান বাড়ির বাসিন্দা মোকসেদ আলী খানের ছেলে। তিনি নগরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খলিল খানকে কাউনিয়া আমিন বাড়ী থেকে পুলিশ নিয়ে যায়। রাতে জানা যায়, তিনি মারা গেছেন। স্বজনরা তার লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাত সোয়া ১টার দিকে বুঝে নেন।
হাসপাতালের কয়েকজন কর্মী জানিয়েছেন, স্বজনরা খবর পেয়ে হাসপাতালে আসার পর শুরুতে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হতে দেখেছেন। স্বজনদের দাবি, সাক্ষ্য দেওয়ার জন্য পুলিশ জোরপূর্বক তাকে এক আসামির বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এতে মানসিক চাপে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। যদিও কিছুক্ষণ পরে পুলিশের সঙ্গে কথা বলে স্বজনরা ওই মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে স্বজনদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক জানান, আমিন বাড়ী এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা পংকজের বাসায় অভিযানে যান তারা। পংকজের ঘর তল্লাশি করা হবে, এজন্য একজন স্থানীয় সাক্ষীর প্রয়োজন হয়। স্থানীয় বাসিন্দা হিসেবে খলিল খানকে নিয়ে তার বাসায় যাই। তল্লাশি শুরু করার সময় খলিলের বুকে ব্যথা ওঠে। একপর্যায়েে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই পরিবারের বরাত দিয়ে আরো বলেন, খলিল খান আগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে তিনি দুবার গুরুতর অসুস্থ হয়েছিলেন। কয়েক দিন আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। তাই পরিবার তার মরদেহ নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments