Home খেলাধূলা আর্জেন্টাইন রেফারির কারণেই হার পর্তুগালের, দাবি পেপের

আর্জেন্টাইন রেফারির কারণেই হার পর্তুগালের, দাবি পেপের

দখিনের সময় ডেস্ক:
‘আমি বলছি না বিশেষ কাজে তাকে আনা হয়েছে, তবে এমনটা সে করে থাকে।’ আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলোকে উদ্দেশ্য করে নানা মন্তব্যের এক ফাঁকে এমনটাই বললেন পর্তুগালের বর্ষীয়ান তারকা পেপে। তার সঙ্গে প্রায় একই সুরে কথা বললেন আরেক তারকা ব্রুনো ফার্নান্দেজও। সরাসরি না বললেও বুঝিয়ে দিলেন রেফারির কারণেই হেরেছেন তারা।
শনিবার রাতে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে পর্তুগাল। ম্যাচের একমাত্র গোলটি আসে ইউসুফ এন-নেসিরির পা থেকে। গোল শোধের জন্য গোটা একটি অর্ধ পেয়েও আফ্রিকানদের জালে বল রাখতে পারেননি রোনালদো-ব্রুনো ফার্নান্দেজরা।
কাতার বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে চলেছে একের পর এক শিরোপাপ্রত্যাশী দলগুলোর। জার্মানি, স্পেন, ব্রাজিলের পর ছিটকে গেলো আরও একটি হেভিওয়েট দল পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদো হয়ত খেলে ফেললেন নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ, আক্ষেপের সাগরে ডুবলেন পেপেও। ম্যাচশেষে দুষলেন পক্ষপাতমূলক রেফারিংকে।
ম্যাচশেষে ৩৯ বছর ৭৭ দিন বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘আমরা ম্যাচে সবসময়ই এগিয়ে ছিলাম, আমরা এমন সময়ে গোল হজম করলাম যখন আমরা এটা আশা করিনি। কিন্তু আমার এটা বলতে হবে, সে (রেফারি) আমার থেকে শক্তিশালী। একজন আর্জেন্টাইন রেফারি আজ এখানে আমাদের খেলা পরিচালনা করেছে এটা মেনে নেওয়ার মতো না।’
‘দ্বিতীয়ার্ধে আমরা এটা কি খেলেছি? কিছুই না। তাদের গোলরক্ষক সবসময়ই ঠেকিয়েছে এবং রেফারি মাত্র আট মিনিট ইনজুরি (যোগ করা) সময় দেয়। আমরা অনেক গুরুত্ব দিয়ে আমাদের কাজটা করি ও একটা বিশ্বকাপে রেফারি আট মিনিট ইনজুরি টাইম দেয়। এমন সময় যখন আমরা কিছুই করতে পারিনি, দ্বিতীয়ার্ধেও কিছুই না। একমাত্র দল যারা ফুটবলটা খেলতে চাচ্ছিল তারা ছিলাম আমরা, পর্তুগাল,’ যোগ করেন পেপে।
শুক্রবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচের রেফারিং নিয়ে অসন্তুষ্ট ছিল আর্জেন্টিনাও। এই নিয়ে মুখ খুলেছিলেন মেসিও। সেই উদাহরণ টেনে সাবেক রিয়াল মাদ্রিদ সেন্টারব্যাক বলেন, ‘ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটের পর আট ‘গতকাল যেটা ঘটেছে তার পর মেসিও কথা বলেছিল, গোটা আর্জেন্টিনাই কথা বলেছিল এবং এরপর আর্জেন্টাইন রেফারি এলেন ও (খেলা শেষের) বাঁশি বাজিয়ে দিলেন। আমি বলছি না বিশেষ কাজে তাকে আনা হয়েছে, তবে এমনটা সে করে থাকে।’
এদিকে পর্তুগিজ রেফারিদের সুযোগ না দেওয়া নিয়ে আক্ষেপ করেছেন আরেক তারকা ব্রুনো, ‘আমরা জানি খেলার আগে আমি একটি সাক্ষাৎকারে বলেছিলাম যে আমি এটা মেনে নিতে পারি না যে এই প্রতিযোগিতায় কোন পর্তুগিজ রেফারি নেই।’ ম্যাচটি পরিচালনা করা তেলোকে নিয়ে রেড ডেভিল তারকা মন্তব্য করেন, ‘এমন একজন রেফারিকে কোয়ার্টার ফাইনালের ম্যাচে পাওয়া যে এখনও ক্লাব ফুটবলে রেফারিং করে, বলতে গেলে অনেক অদ্ভুত ব্যাপার।’
যতো যাই ঘটুক দিনশেষে পর্তুগিজদের ধরতে হবে দেশের বিমান। তবে বিশ্বকাপ জয়ের সামর্থ্য তাদের ছিল উল্লেখ করে পেপে বলেন, ‘এখন আর কি করতে পারি আমরা? আমরা দুঃখিত, আমাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জয়ী হইনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments