Home প্রযুক্তি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাইবার আক্রমণ সবচেয়ে বেশি

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাইবার আক্রমণ সবচেয়ে বেশি

দখিনের সময় ডেস্ক:
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির নিরাপত্তাবিষয়ক গবেষকেরা জানিয়েছেন, গত ১০ মাসে প্রতিদিন গড়ে ৪ লাখ ক্ষতিকারক (ম্যালিশিয়াস) ফাইল ব্যবহার করে সাইবার আক্রমণ চালিয়েছে সাইবার অপরাধীরা, যা ২০২১ সালের তুলনায় ৫ শতাংশ বেশি। এ ছাড়া কিছু নির্দিষ্ট ধরনের সাইবার আক্রমণের সংখ্যাও বেড়েছে।
ক্যাসপারস্কির বিশ্লেষকেরা বলছেন, প্রতিদিন শনাক্ত র‍্যানসমওয়্যারের হার ১৮১ শতাংশ বেড়েছে। সাইবার নিরাপত্তা নিয়ে বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন ও পূর্বাভাস নিয়ে ক্যাসপারস্কির বার্ষিক নিরাপত্তা বুলেটিনে এসব তথ্য উঠে এসেছে।
চলতি বছর ক্যাসপারস্কি আনুমানিক ১২ কোটি ২০ লাখ ক্ষতিকারক ফাইল শনাক্ত করেছে, যা গত বছরের তুলনায় ৬০ লাখ বেশি। প্রতিষ্ঠানটি তাদের নিরাপত্তা সফটওয়্যার দিয়ে প্রতিদিন গড়ে ৯ হাজার ৫০০ এনক্রিপ্টিং ফাইল শনাক্ত করে। ক্যাসপারস্কির গবেষকদের মতে, আগের বছরের তুলনায় দৈনিক শনাক্ত হওয়া র‍্যানসমওয়্যারের হার ১৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। র‍্যানসমওয়্যার ছাড়াও ক্ষতিকারক (ম্যালিশিয়াস) প্রোগ্রাম নামানোর হার বেড়েছে ১৪২ শতাংশ। ফলে, ক্ষতিকারক এসব প্রোগ্রাম ইনস্টল হয়ে বিভিন্ন যন্ত্র সংক্রমিত করছে।
সাইবার অপরাধীরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে লক্ষ্য করে সবচেয়ে বেশি আক্রমণ করে। প্রতিদিন গড়ে প্রায়৩ লাখ ২০ হাজার ক্ষতিকারক ফাইল দিয়ে উইন্ডোজ-চালিত যন্ত্রে সাইবার আক্রমণ হয়, এমনটা বলছেন ক্যাসপারস্কির গবেষকেরা। এ ধরনের সাইবার আক্রমণের ৮৫ ভাগ হয় উইন্ডোজ অপারেটিং ডিভাইসকে লক্ষ্য করে।
ক্যাসপারস্কির গবেষকেরা বলছেন, ২০২২ সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে সাইবার আক্রমণের হার ১০ শতাংশ বেড়েছে। ফলে অ্যান্ড্রয়েডে সাইবার আক্রমণের শঙ্কা বাড়ছে। অ্যান্ড্রয়েড যন্ত্রে সম্প্রতি হার্লি ও ট্রিডা ট্রোজানের মতো সাইবার আক্রমণ দেখা গেছে।
সূত্র: গ্যাজেটসনাউ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments