Home প্রযুক্তি ল্যাপটপ বা ডেস্কটপের হোয়াটসঅ্যাপে নতুন যে নিরাপত্তা যোগ হচ্ছে

ল্যাপটপ বা ডেস্কটপের হোয়াটসঅ্যাপে নতুন যে নিরাপত্তা যোগ হচ্ছে

দখিনের সময় ডেস্ক:
ল্যাপটপে বা ডেস্কটপে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন নিরাপত্তা নিয়ে তাদের দুশ্চিন্তা এবার দূর হতে চলেছে। ল্যাপটপে বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যও এবার আসছে স্ক্রিনলকের বিশেষ ফিচার। ল্যাপটপ বা ডেস্কটপ খুলে আর টুক করে ঢোকা যাবে না বিশ্ববিখ্যাত এই মেসেজিং অ্যাপে। স্ক্রিনলক খুলে তবেই ঢুকতে হবে অ্যাপটিতে।
তিন বছর আগে অ্যানড্রয়েড ও অ্যাপল ফোনের জন্য প্রথম এই ফিচারটি নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। ফোন অন্য কারো হাতে পড়লেও যাতে হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে না পারে তার জন্যই এ ব্যবস্থা করা হয়। তবে ল্যাপটপ বা ডেস্কটপের জন্য এমন কোনো সুবিধা ছিল না। এতে ব্যবহারকারীদের মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয়। এবার ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারকারীরাও একই সুবিধা পাবেন। ফলে সুরক্ষা নিয়ে আর ভয় থাকবে না।
আপাতত সুবিধাটি হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীরা পাবেন। হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরবর্তী আপডেটে সুবিধাটি আসতে চলেছে। তবে সাধারণ ব্যবহারকারীরা কবে থেকে পেতে এই সুবিধা পাবেন, তা এখনই জানা যাচ্ছে না। আরো মজার ব্যাপার হলো, ল্যাপটপ বা ডেস্কটপের পাসওয়ার্ড ভুলে গেলেও দুশ্চিন্তার কিছু নেই। পাসওয়ার্ড রিসেটের অপশন থেকে এটি সহজেই রিসেট করা যাবে। লগইনের পর পাসওয়ার্ড সেভও রাখা যাবে। ফলে আরো বেশি নিরাপদ থাকবে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ বেটা জানিয়েছে, পাসওয়ার্ড পাল্টাতে চাইলেও আর বাড়তি ঝামেলা পোহাতে হবে না। শুধু ল্যাপটপ বা ডেস্কটপ থেকে একবার লগআউট করে আবার লগইন করতে হবে। বর্তমানে লগইনের জন্য মোবাইল দিয়ে একটি কিউআর কোড স্ক্যান করতে হয়। সাধারণ ডেস্কটপ বা ল্যাপটপের পাশাপাশি ম্যাক ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। তারা টাচ আইডি দিয়ে এই স্ক্রিনলকের সুবিধা পাবেন। ইদানিংকালে বাড়িতে বসে কাজের জন্য় ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপের ব্যবহার অনেকটাই বেড়েছে। এই সুবিধাটা তাদের উপকারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা আরো জানিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপে কোনো বিজনেস সার্চ করলেই পাওয়া যাবে। তাদের মেসেজ করে সেখান থেকে পছন্দের জিনিসও কেনা যাবে। মার্ক জুকারবার্গের মেটার অধীনেই এখন এই অ্যাপটি রয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments