Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি সংবাদে নাম না আসায় সাংবাদিককে পেটাল ছাত্রলীগ নেতা

সংবাদে নাম না আসায় সাংবাদিককে পেটাল ছাত্রলীগ নেতা

দখিনের সময় ডেস্ক:
বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে প্রকাশিত খবরে নাম ছিল না ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদারের। এর জের ধরে বরিশালের গৌরনদীতে মোল্লা ফারুক হাসান নামে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার টরকী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত সাংবাদি ফারুক হাসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  তিনি গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং একটি অনলাইন নিউজপোর্টালের নির্বাহী সম্পাদক।  সাংবাদি ফারুক হাসান জানান, বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে অনলাইন নিউজপোর্টালে একটি খবর প্রকাশ করেন তিনি। খবরে উপজেলার নেতৃস্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নাম দেওয়া হলেও গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদারের নাম ছিল না। এতে ওই নেতা ক্ষিপ্ত হন।
এ ঘটনার জের ধরে সাংবাদিক ফারুক হাসানকে প্রথম দফায় পিটিয়ে আহত করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ছাত্রলীগ নেতা রাশেদ ও তার সহযোগীরা। এক পর্যায়ে তিনি টরকী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। পরে রাশেদের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দ্বিতীয় দফায় হামলা চালিয়ে সাংবাদিক ফারুককে পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গৌরনদী উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা।
এদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাশেদকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে গৌরনদী উপজেলা ছাত্রলীগের নেতারা। গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান,  এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, অধ্যাপক নাদিরকে সাময়িক অব্যাহতি

দখিনের সময় ডেস্ক: যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।...

যেভাবে নারীর জীবন বাঁচাল হাত ঘড়ি

দখিনের সময় ডেস্ক: আবারও ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। ঘটনাটি ঘটেছে ভারতে দিল্লিতে। এ যাত্রায় প্রাণে বেঁচে যাওয়ার জন্য ওই নারী ধন্যবাদ জানিয়েছে অ্যাপল সংস্থাটিকে।...

গাড়ির ‘ব্রেক ফেল’ হলে ঘাবড়াবেন না, মাথায় রাখুন ৬ উপায়

দখিনের সময় ডেস্ক: চলন্ত গাড়ি ব্রেক ফেলের ঘটনা বিভিন্ন সময় ঘটে থাকে। এতে দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে। তবে তাৎক্ষণিক না ঘাবড়ে মাথা ঠান্ডা রেখে কিছু...

যে কারণে ২টি ইনভেস্টমেন্ট অ্যাপ সরিয়ে নিলো গুগল

দখিনের সময় ডেস্ক: অনলাইনে লেনদেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে প্রতারণার ঝুঁকিও। কেননা অনলাইনে লেনদেনের ক্ষেত্রে প্রায় প্রতারণার ফাঁদ পাতা থাকে। সেই ফাঁদে...

Recent Comments