Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি’র পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান দর্জি – কে সভাপতি এবং বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসনিম হোসেন তানহা- কে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠন করা হয়।
এছাড়াও উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মইনুল হাসান; সমাজবিজ্ঞান বিভাগের মো. উজ্জ্যল খান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো.মোশারক হোসাইন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
পূর্ণাঙ্গ এ কমিটিকে আরো কার্যকারী করতে ও সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে মোট ৯ টি বিভাগের অধীনে কার্যক্রম সম্পাদন করবে সংগঠনটি।
এ ৯ টি বিভাগের সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, রিসার্চ এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিভাগে শোয়েব সৈকত, ইংলিশ ডেভেলপমেন্ট বিভাগে মো. শাকিল আহমেদ রাব্বির, স্কলারশিপ এন্ড হায়ার এডুকেশন বিভাগে কাজী তানজিয়া রহমান অমি, ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগে এস এম শাখাওয়াত শ্রাবণ, আইটি সাপোর্ট বিভাগে মাহমুদুল হাসান মিরাজ, পাব্লিক রিলেশন বিভাগে ফাইজা আক্তার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগে শাহরিয়ার কবির শোয়েব এবং এইচআর ও এডমিন বিভাগে নাইমুর রহমান। এছাড়াও অফিস এন্ড অপারেশন বিভাগে আব্দুল হাসিব মোল্ল্যা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
নবগঠিত কমিটির জন্য শুভকামনা জানিয়ে সংগঠনটির উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি তাদের কার্যক্রম খুব সুন্দরভাবে চলমান রেখেছে। যা প্রশংসার দাবিদার। আমি শুরু থেকেই এই সংগঠনের সাথে ছিলাম এবং সামনে থাকবে আশাকরি এই কমিটির পর থেকে তাদের কাজ আরও বেগমান হবে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ে আরো এগিয়ে নিয়ে যেতে ২০২০ সাল থেকে কাজ শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটি। করোনাকালীন সময়ে স্বল্প পরিসরে অনলাইন ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments