দখিনের সময় ডেস্ক:
নোয়াখালীর সেনবাগের ছিলাদী গ্রামে গৃহকর্মীকে (১৫) নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলরুবা আক্তার তুহিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দিলরুবা আক্তার তুহিন (৩০) সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে ও বিবি কুলসুম (২৪) সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।
বুধবার দুপুর ২টার দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্ট থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার ওই গৃহকর্মী জানায়, ‘অভিযুক্ত দিলরুবার বাসায় ৫ হাজার টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজ নিই। কিছুদিন আনিয়া আমাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে। আমি প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন ও রুমে আটকে রাখে। পরবর্তীকালে আমাকে দিলরুবার ভাড়া বাসায় সোনাইমুড়ীতে নিয়ে আসে। সেখানেও একই কায়দায় আমাকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। এক পর্যায়ে আমাকে চেতনানাশক ওষুধ খাইয়ে যৌন কাজে বাধ্য করা হয়। পরবর্তীকালে আমি বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে আসি। বর্তমানে আমি ও আমার পরিবার তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে আমি দুইজন মহিলা আওয়ামী লীগ নেত্রীর সহায়তায় নোয়াখালী পুলিশ সুপারের কাছে অভিযোগ করি।’
এ বিষয়ে অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিন বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা সত্য কি মিথ্যা আমি এটা বলব না, তবে মেয়েটি ভালো নয়। আমার বিরুদ্ধে রিপোর্ট করলে আমিও দেখব ও মামলা করবো বলে তিনি এ প্রতিনিধি হুমকি দেন।
সোনাইমুড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো.ইউনুছ মিয়া বলেন, ‘এ ঘটনায় মানব পাচার আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।’