Home বরিশাল পটুয়াখালী উদ্বোধনের অপেক্ষায় বাউফলে নবনির্মিত নার্সিং ইনষ্টিটিউট

উদ্বোধনের অপেক্ষায় বাউফলে নবনির্মিত নার্সিং ইনষ্টিটিউট

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নার্সিং ইনস্টিটিউট। দৃষ্টিনন্দন এই প্রকল্পটি এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়। এটি চালু হলে দক্ষিণাঞ্চলের নার্সিং শিক্ষায় নতুন দ্বার খুলে যাবে। নব নির্মিত এই প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করা হয়েছে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট’ হিসেবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালে বাউফলের বিভিন্ন ইউনিয়নের আয়োজিত আওয়ামীলীগের কর্মীসভায় স্বাস্থ্য শিক্ষার অগ্রগতির লক্ষে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ,এমপি একটি নার্সিং ইনস্টিটিউট করার প্রস্তাব করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালে কলাপাড়া উপজেলায় অনুষ্ঠিত এক সমাবেশে বাউফলে একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণ কাজের ঘোষণা দেন।
এরপর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেড় একর জমির উপর ১৭ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ৯২৮ টাকা নির্মাণ ব্যয় ধরে নার্সিং ইনস্টিটিউট নির্মাণ কাজের দরপত্র আহবান করে। ২০২০ সালের ৫ মার্চ প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। মেসার্স পোদ্দার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করে। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য আ.স.ম. ফিরোজ, নাসিং ইনস্টিটিউটটি পরিদর্শন করেছেন ।
এমপি আ.স.ম. ফিরোজ বলেন, দীর্ঘদিন থেকেই বাউফল তথা দেশের দক্ষিণাঞ্চলে একটি নাসিং ইনস্টিটিউট করার স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতিশিঘ্রই ইনস্টিটিউটটির জন্য অধ্যক্ষ ও অন্যান্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ইনস্টিটিউটটি চালু করা হবে। এই নাসিং ইনস্টিটিউটটি চালু হলে দেশের দক্ষিণাঞ্চলে উন্নয়নের আরেকটি দুয়ার উন্মূক্ত হবে। নির্ধারিত প্রক্রিয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়ে নাসিং কোর্স করতে পারবেন। আওয়ামী লীগ সরকার যে কথায় এবং কাজে বিশ্বাসী নাসিং ইনস্টিটিউটি নির্মিত হওয়ায় সেটা আবারো প্রমাণিত হলো।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, পাঁচ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই নার্সিং ইনস্টিটিউটে একই সঙ্গে ২০৭ জন শিক্ষার্থীর জন্য একাডেমিক ও আবাসন ব্যবস্থা, আধুনিক শ্রেণিকক্ষ, ১২৫০ বর্গফুটের অধ্যক্ষের কোয়ার্টার এবং ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সাবষ্টেশন রয়েছে। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এসএম কবির হাসান জানান, শিগগিরই এই নার্সিং ইনষ্টিটিউটে একাডেমিক কার্যক্রম শুরুর প্রক্রিয়া করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

Recent Comments