Home খেলাধূলা সুযোগ হারানোর হতাশায় শেষ দ্বিতীয় সেশন

সুযোগ হারানোর হতাশায় শেষ দ্বিতীয় সেশন

দখিনের সময় ডেস্ক:
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩ উইকেট তুলে নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে এসে ঘুরে দাঁড়িয়েছে লোকেশ রাহুলের দল। এই সেশনে মাত্র ১ উইকেট হারিয়ে ১৪০ রান যোগ করেছে ভারত। সবমিলিয়ে চা পানের বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২২৬ রান।
লাঞ্চ বিরতির পর কোহলির বিদায়ে কিছুটা চাপে পড়ে ভারত। প্রতি আক্রমণে আত্মবিশ্বাস ফেরান ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ার। দুজনের ১৩২ রানের অপরাজিত জুটিতে এখন বাংলাদেশের চেয়ে মাত্র ১ রানে পিছিয়ে সফরকারীরা। ফিফটি তুলে নিয়েছেন দুজনেই। মারকুটে ব্যাটিং করে ৮৬ রানে অপরাজিত আছেন পান্ত, অপর প্রান্তে থাকা আইয়ারের সংগ্রহ ৫৮ রান।
এর আগে দ্বিতীয় সেশনে একমাত্র উইকেট হিসেবে ফিরেছেন বিরাট কোহলি। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ২৪ রানে ফিরে যান কোহলি। এরপর অবশ্য ভারতীয় দলের একাধিক ক্যাচ এবং স্ট্যাপিংয়ের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা রাঙিয়েই লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। সেই সেশনে ভারতীয় শিবিরের ৩ উইকেট তুলে নিয়েছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৮৬ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments