Home খেলাধূলা জয়ের সম্ভাবনা জাগিয়ে পরাজয় বাংলাদেশের

জয়ের সম্ভাবনা জাগিয়ে পরাজয় বাংলাদেশের

দখিনের সময় ডেস্ক:
ভারতের দলীয় ৭৪ রানে ৭ উইকেট তুলে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ার ও রবীচন্দ্রন অশ্বিনের ১০৫ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস ৩ উইকেটে হারিয়ে দেয় স্বাগতিকদের। এই টেস্ট হেরে দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
রোববার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন সকালেই ভারতের ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জয়দেব উনাদকাটকে ব্যক্তিগত ১৩ রানে এলবি করেন সাকিব আল হাসান। এরপর পর পর দুই ওভারে ভয়ঙ্কর ঋশভ পন্থ (৯) ও অক্ষর প্যাটেলকে (৩৪) বিদায় করে টেস্টে নমব বারের মতো পাঁচ উইকেট তুলে নেন।
তবে এরপর অষ্টম উইকেটে আইয়ার ও অশ্বিন হতাশ করেন বাংলাদেশকে। দুজনেই অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। আইয়ার ৪৬ বলে ৪টি চারে ২৯ রান করেন। আর অশ্বিন ৬২ বলে ৪টি ও একটি ছক্কায় ৪২ রান করেন। মিরাজ ১৯ ওভারে ৬৩ ৫টি উইকেট নেন। সাকিব দখল করেন ২টি।
এর আগে তৃতীয় দিন ৪ উইকেট হারিয়ে ৪৫ রানে মাঠ ছেড়েছিল ভারত। বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ করে। জবাবে ৩১৪ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ভারত। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৩১ রান করলে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments