Home অন্যান্য চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে চান মাহি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে চান মাহি

দখিনের সময় ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগামী বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনবেন তিনি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আমাদের সময় অনলাইনকে মাহি বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে তিনি গণসংযোগও শুরু করেছেন। মাহি বলেন, ‘আমার বাড়ি রাজশাহী। তবে চাঁপাইনবাবগঞ্জেও আমাদের বাড়ি রয়েছে। এই দুই জেলার মানুষ ইতোমধ্যে আমাকে আপন করে নিয়েছে। তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। আমি মানুষের সেবা করতে চাই। এই অঞ্চলের (চাঁপাইনবাবগঞ্জ) মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নিই এবং তাদের পাশে থাকি।’
আওয়ামী লীগের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি না জানতে চাইলে মাহি বলেন, ‘যদি আওয়ামী লীগের প্রতীক না পাই, তাহলে দলের জন্য কাজ করে যাব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব না।’
সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহি। আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি। অন্যদিকে মাহির স্বামী রাকিব সরকার গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। মূলত স্বামীর মাধ্যমেই রাজনীতির ময়দানে পা রেখেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় এমপি হারুন অর রশীদ। সে সময় বিএনপির ছেড়ে দেওয়া পাঁচ সংসদীয় আসনের মতোই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন হবে ১ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments