Home শীর্ষ খবর নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, অবসরে কবির বিন আনোয়ার  

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, অবসরে কবির বিন আনোয়ার  

দখিনের সময় ডেস্ক:
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন।  আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  এদিকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পাবার পর কয়েক সপ্তাহের মধ্যে অবসরে গেছেন কবির বিন আনোয়ার।
সিনিয়র সচিব মাহবুব হোসেন গত বছরের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। এর আগে প্রায় দুই বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন মোঃ মাহবুব হোসেন। এতোদিন সংকটকালে জ্বালানি ও খনজি সম্পদ বিভাগ সফলভাবে সামলানোর অভূতপুর্ব উদাহরণ সৃষ্টিকারী

মিডিয়া বান্ধব সিনিয়র সচিব মো: মাহবুব হোসেন । ছবি: দৈনিক দখিনের সময়

বি.সি.এস. (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ (৮ম) ব্যাচের সদস্য জনাব মোঃ মাহবুব হোসেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী/সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করে সরকারের আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা অর্জন করেছেন। এ ছাড়া, তিনি সচিবের একান্ত সচিব, পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী-র প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও দায়িত্ব পালন করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেপ্টেম্বর ২০১৬ এ জাতিসংঘে অনুষ্ঠিত Meeting of High level Panel on Water, হাঙ্গেরির বুদাপেস্ট এ অনুষ্ঠিত Water Conference, 2016 এবং প্যারিসে অনুষ্ঠিত One Planet Summit 2017 এ জনাব মোঃ মাহবুব হোসেন অংশগ্রহণ করেন। চাকরি জীবনে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা আলোচনা, জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক নেগোসিয়েশন Conference of Parties (COP) এর পোল্যান্ডের ওয়ারশ (২০১৩) এবং পেরুর লিমায় (২০১৪) অনুষ্ঠিত নেগোসিয়েশনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ছিলেন। এ ছাড়া, তিনি স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালনকালে পানি ও সেনিটেশন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, নগর স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, সড়ক খনন নীতিমালা প্রণয়ন, পৌরসভা পরিচালন পদ্ধতি ও ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় কমিটি ও টাস্ক ফোর্সের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
জনাব মোঃ মাহবুব হোসেন বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে ১৯৭৯ সালে এস.এস.সি., বরিশাল বি.এম. কলেজ থেকে ১৯৮১ সালে এইচ.এস.সি., ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ ব্যাচে সমাজ বিজ্ঞানে বি.এস.এস. (সম্মান) এবং ১৯৮৫ ব্যাচে এম.এস.এস. ডিগ্রি অর্জন করেন। চাকরিতে যোগদানের পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন হতে এম.বিএ. এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন হতে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া, তিনি দেশে এবং বিদেশে পরিকল্পনা, উন্নয়ন, ব্যবস্থাপনা এবং জেন্ডার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য অর্থনীতি এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি হতে ক্লাইমেট চেঞ্জ এন্ড লিডারশিপ বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন।  তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক/রিসোর্স পার্সন হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। এ ছাড়া, তিনি বেশ কয়েকটি গবেষণা কার্যক্রম পরিচালনা ও সম্পাদনায় অংশগ্রহণ ও অবদান রেখেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সোসিওলজি এলামনাই এসোসিয়েশন এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মাহবুব হোসেন Australia Alumni Association Bangladesh এর এডহক কমিটির সদস্য-সচিব হিসাবে এ সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়াও, তিনি বিভিন্ন এলামনাই ও সামাজিক সংগঠনের পাশাপাশি সাহিত্য চর্চ্চার (ছোটগল্প গল্প ও কবিতা) সাথে সম্পৃক্ত।
বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব মোঃ মাহবুব হোসেন এর পিতা মরহুম মোঃ আবদুল হাকিম খান এবং মাতা বেগম মেহেরুন্নেছা। পারিবারিক জীবনে দুই পুত্রের জনক জনাব মোঃ মাহবুব হোসেন এর স্ত্রী দিনা হক।
বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব মোঃ মাহবুব হোসেন এর পিতা মরহুম মোঃ আবদুল হাকিম খান এবং মাতা বেগম মেহেরুন্নেছা। পারিবারিক জীবনে দুই পুত্রের জনক জনাব মোঃ মাহবুব হোসেন এর স্ত্রী দিনা হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments