দখিনের সময় ডেস্ক:
২০১৩ সালে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও উপদেষ্টা জাহিদ হোসেন। মঙ্গলবার (৩জানুয়ারী) রাজধানীর শাহীনবাগে বিএনপি নেতা সাজেদুলের বাসায় যান জাতিসংঘ প্রতিনিধি দল। এ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সাজেদুলের বোন সানজিদা ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে জাতিসংঘ প্রতিনিধি দল সাজেদুলের পরিবারের কাছে জানতে চেয়েছে ২০২২ সালের ১৪ ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাদের বাসায় যাওয়ার পর কী পরিস্থিতি তৈরি হয়েছে, তারা কোনো চাপে আছেন কি না এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না।
পরিবারটির দাবি, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাজেদুলকে তুলে নেয়। এ ছাড়া তার বোন সানজিদা গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার নাগরিক সংগঠন মায়ের ডাকের সমন্বয়কারী। তিনি অভিযোগ করে বলেন,যখন কেউ কথা বলে, তখন সরকার উল্টো তথ্য দিয়ে তাদের কোণঠাসা করতে চায়।
সানজিদা বলেন, মার্কিন রাষ্ট্রদূত তাদের শাহীনবাগের বাসায় আসার পর থেকেই সরকারি চাপ অনেক বেশি বেড়ে গেছে। পুলিশও এক দফা এসেছে। এ পরিস্থিতিতে কীভাবে কাজ করা যায় তা নিয়েও প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে।