Home নির্বাচিত খবর বিএনপি নেতা সাজেদুল ইসলামের বাসায় এবার জাতিসংঘ প্রতিনিধি দল

বিএনপি নেতা সাজেদুল ইসলামের বাসায় এবার জাতিসংঘ প্রতিনিধি দল

দখিনের সময় ডেস্ক:

২০১৩ সালে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও উপদেষ্টা জাহিদ হোসেন। মঙ্গলবার (৩জানুয়ারী) রাজধানীর শাহীনবাগে বিএনপি নেতা সাজেদুলের বাসায় যান জাতিসংঘ প্রতিনিধি দল। এ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাজেদুলের বোন সানজিদা ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সাক্ষাৎকালে জাতিসংঘ প্রতিনিধি দল সাজেদুলের পরিবারের কাছে জানতে চেয়েছে ২০২২ সালের ১৪ ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাদের বাসায় যাওয়ার পর কী পরিস্থিতি তৈরি হয়েছে, তারা কোনো চাপে আছেন কি না এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না।

পরিবারটির দাবি, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাজেদুলকে তুলে নেয়। এ ছাড়া তার বোন সানজিদা গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার নাগরিক সংগঠন মায়ের ডাকের সমন্বয়কারী। তিনি অভিযোগ করে বলেন,যখন কেউ কথা বলে, তখন সরকার উল্টো তথ্য দিয়ে তাদের কোণঠাসা করতে চায়।

সানজিদা বলেন, মার্কিন রাষ্ট্রদূত তাদের শাহীনবাগের বাসায় আসার পর থেকেই সরকারি চাপ অনেক বেশি বেড়ে গেছে। পুলিশও এক দফা এসেছে। এ পরিস্থিতিতে কীভাবে কাজ করা যায় তা নিয়েও প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

Recent Comments