Home শীর্ষ খবর অশ্লীল নৃত্যের আয়োজন করে ফেঁসে গেলেন সেই স্মৃতি

অশ্লীল নৃত্যের আয়োজন করে ফেঁসে গেলেন সেই স্মৃতি

দখিনের সময় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটূক্তির অভিযোগে কারাগারে থাকা রাজবাড়ীর মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে নতুন মামলায় কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত। স্মৃতির আইনজীবী নেকবর হোসেন মনি বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলার শুনানির দিন ধার্য্য ছিল আজ মঙ্গলবার(১০ জ্নুয়ারি)। কিন্তু রাজবাড়ী শিশুপার্কে ‘অশ্লীল নৃত্য’ আয়োজন করার ঘটনায় করা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্মৃতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, গত ১৫ জুলাই ‘খাদক বাঙ্গালী’ নামের একটি ফেসবুক গ্রুপ রাজবাড়ী শিশুপার্কে ‘অশ্লীল নৃত্য’ আয়োজন করে। এ ঘটনায় মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন গোয়ালন্দ উপজেলার আকাশ নামের এক তরুণ। পরে সেটি মামলা আকারে গ্রহণ করা হয়।  সেই মামলায় পুলিশ স্মৃতিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন্নাহার সুরমা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্মৃতি রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সমর্থক ও রাজবাড়ী ব্লার্ড ডোনার্সের প্রতিষ্ঠাতা। এর আগে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গত ৫ অক্টোবর রাজবাড়ী সদর থানায় স্মৃতির বিরুদ্ধে একটি মামলা হয়। মামলাটি করেন রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা ও মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী।

সেই মামলায় স্মৃতিকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানা পুলিশ। তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করে। এরপর থেকে স্মৃতি কারাগারেই রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments