Home নির্বাচিত খবর স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে পছন্দের মানুষকে বিয়ে করেছি, সংবাদ সম্মেলনে তাবাসসুম

স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে পছন্দের মানুষকে বিয়ে করেছি, সংবাদ সম্মেলনে তাবাসসুম

দখিনের সময় ডেস্ক:
চার বছর ধরে চলছিল তাদের প্রেমের সম্পর্ক। কিন্তু তরুণীর পরিবার কিছুতেই তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। সম্পর্ক ভাঙতে মেয়েকে সৌদি আরবে নিয়ে যান বাবা। সেখানে তরুণীর অমতে এক প্রবাসীর সঙ্গে বিয়েও দেওয়া হয়। কিন্তু মেয়েটি সংসার করতে পারেননি। ডিভোর্স হয়ে যায় তাদের। এরপর দেশে এসেছেন মেয়েটি।
সোমবার(৯ জানুয়ারী) সন্ধ্যার দিকে পুরনো প্রেমিকের সঙ্গেই ছেড়েছেন ঘর। আর রাতেই রাজশাহী শহরের একটি কাজি অফিসে বিয়ে করেন তারা। আজ মঙ্গলবার(১০ জানুয়ারি) সকালে স্বামীকে নিয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান ফাতেমা তাবাসসুম খান (২১)।
ফাতেমার বাড়ি রাজশাহী নগরীর রামচন্দ্রপুর বৌবাজার এলাকায়। তার স্বামীর নাম ফজলে রাব্বী (২৬)। তার বাড়ি রামচন্দ্রপুর বৌবাজার এলাকায়। রাব্বী ব্যবসা করেন। আজ সকালে নগরীর আসাম কলোনি এলাকায় সংবাদ সম্মেলন ডাকেন এই দম্পতি।
সংবাদ সম্মেলনে ফাতেমা বলেন, স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসে পছন্দের মানুষকে বিয়ে করেছি। কেউ জোর করে আমাকে বাড়ি থেকে আনেনি। এখন শুনছি আমার পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের মামলা করা হচ্ছে। আমি জানিয়ে দিচ্ছি, আমাকে কেউ অপহরণ করেনি। তার স্বামী ফজলে রাব্বী বলেন, ‘ফাতেমাকে বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হত। তাই আমার কয়েকজন বন্ধু সোমবার সন্ধ্যায় ফাতেমাকে বাড়ি থেকে আনে। তারপর রাতেই বিয়ে করেছি।
রাব্বী বলেন,  এখন ফাতেমার পরিবার থেকে হয়তো অপহরণের মামলা করা হবে। পুলিশ আমাকে গ্রেপ্তার করবে। জেল খাটতে হবে। এর সবই জানি। সবকিছুর জন্য মানসিক প্রস্তুতি রাখছি। আস্থা রাখছি ফাতেমার ওপর। মামলা হলে ফাতেমা আদালতে গিয়ে বলবে যে কেউ তাকে অপহরণ করে আনেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments