Home প্রযুক্তি 'মা-বাবার প্রত্যক্ষ প্রশ্রয়ে ইন্টারনেটে আসক্ত হচ্ছে শিশুরা'

‘মা-বাবার প্রত্যক্ষ প্রশ্রয়ে ইন্টারনেটে আসক্ত হচ্ছে শিশুরা’

দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে এক থেকে পাঁচ বছরের শিশুরা মা-বাবার প্রত্যক্ষ প্রশ্রয়ে ইন্টারনেটে আসক্ত হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গত দুই দিন পূর্বে ইউনিসেফ ১০-১৭ বছর বয়সী স্কুল-মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীদের ওপর একটি জরিপ প্রকাশ করেছে। ওই জরিপে দেখা যায়, বাংলাদেশের ৩২ শতাংশ অনলাইন ব্যবহার অনিরাপদ। বিষয়টি আশঙ্কাজনক তো বটেই, তবে আমাদের দৃষ্টিতে বিষয়টি আরও ভয়াবহ। কারণ এ জরিপে ১ থেকে ৯ বছর বয়সী শিশুদের ইন্টারনেট ব্যবহারের চিত্র উঠে আসেনি।’
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে লক্ষ্য করা গেছে, ১ থেকে ৫ বছরের বয়সী শিশুরাও ইন্টারনেট ব্যবহার করছে। আর এ ইন্টারনেট ব্যবহারে প্রত্যক্ষ উৎসাহ যোগাচ্ছে স্বয়ং মা-বাবা। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে, আজকাল শিশুরা মুঠোফোনে ভিডিও গেম, কার্টুন, নাচগান দেখিয়ে খাওয়াচ্ছে কিংবা কান্না থামাচ্ছে।
মা-বাবা সন্তানদেরকে মুঠোফোনে ইন্টারনেট চালু করে বসিয়ে রেখে সংসারের কাজকর্ম সাড়ছে। এতে করে কোমলমতি শিশুরা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে। বিষয়টি আশঙ্কাজনক হলেও মা-বাবারা বিষয়টিকে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী কিংবা অফিসের সহকর্মীদের কাছে তাদের সন্তানদের মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের দক্ষতাকে সন্তানের পারদর্শীতা হিসেবে উপভোগ করছে। যা পরবর্তীতে স্কুল-কলেজে পড়ার সময় প্রযুক্তির এই দক্ষতা পরিণত হচ্ছে সময় নষ্ট ও বিপথগামী হওয়ার অন্যতম মাধ্যম।’
বিবৃতিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি আরও বলেন, ‘আমরা এ ব্যাপারগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরে তাদের সচেতন করতে সরকার ও গণমাধ্যমকে ব্যাপকভাবে এগিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আমাদের পরবর্তীতে প্রজন্মকে অনেকটাই বিপথগামী করে ফেলব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

Recent Comments