Home শীর্ষ খবর ভারতে ২৮ বছরের পুত্রবধূকে বিয়ে করলেন ৭০ বছরের শ্বশুর

ভারতে ২৮ বছরের পুত্রবধূকে বিয়ে করলেন ৭০ বছরের শ্বশুর

দখিনের সময় ডেস্ক:
২৮ বছর বয়সী পুত্রবধূকে বিয়ে করেছেন ৭০ বছরের এক শ্বশুর। তাদের দুইজনের বিয়ের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটিতে দেখা যায়, সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে কৈলাসের পাশে বসে রয়েছেন পূজা। তাদের দুজনের গলাতেই ফুলের মালা এবং কৈলাসের একটি হাত পূজার মাথার উপর রাখা। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এই ঘটনা।
গোরক্ষপুরের ছাপিয়া উমরাও গ্রামের বাসিন্দা কৈলাস যাদব। প্রায় ১২ বছর ধরে কৈলাস বিপত্নিক। তিন ছেলে আর পুত্রবধূদের নিয়েই ছিল তার সংসার। কিন্তু বেশ কিছুদিন আগে তার ছোট ছেলে মারা যায়। এরপরে স্বামীর মৃত্যুর পর ছোট ছেলের স্ত্রী পূজা বাপের বাড়িতে গিয়ে ওঠেন। তবে বাড়ির বউয়ের চলে যাওয়ার ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি কৈলাসের। তিনি আবার পূজাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন এবং সেখানেই থাকতে শুরু করেন পূজা। ঘটনাটি সবাই স্বাভাবিকভাবে নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি পূজা ও কৈলাসের একটি ছবি দেখে সকলেরই চক্ষু চড়কগাছ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাউকে না জানিয়ে তারা বিয়ে করেছেন। কিন্তু কখন কোথায় এই বিয়ের অনুষ্ঠান তারা সেরেছেন, সে-কথা সবারই অজানা। এমনকি পরিবারের সদস্যরাও এ ব্যাপারে কিছুই জানতেন না বলে জানিয়েছে।
ছবিটি নজরে আসে স্থানীয় প্রশাসনেরও। কীভাবে বয়সে এত ছোট একজনকে বিয়ে করলেন কৈলাস, তা নিয়ে প্রশ্ন ওঠে। দেশটির পুলিশ সূত্রে খবর, ঘটনাটি নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বারহালগঞ্জ থানার পরিদর্শক জে এন শুক্লা বলেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখেছেন এবং এখন বিয়ের বিষয়ে তদন্ত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোর্স কোড কী?

দখিনের সময় ডেস্ক: মোর্স কোড হল একটি সাংকেতিক ভাষা যা পয়েন্ট (.) এবং ড্যাশ (-) দ্বারা প্রতিটি অক্ষর, সংখ্যা, এবং কিছু বিশেষ চিহ্ন উপস্থাপন করে।...

হলুদ ও মধু একসঙ্গে খাওয়ার ৫ উপকারিতা

দখিনের সময় ডেস্ক: হলুদ এবং মধু। এই দুই প্রাকৃতিক উপাদানই নিজ নিজ গুণে সমাদৃত। আমাদের স্বাস্থ্যের জন্য রয়েছে এগুলোর অসংখ্য উপকারিতা। উপকারী এই দুই উপাদান...

ভারতে অজ্ঞান পার্টির কবলে দুই বাংলাদেশি পর্যটক, পুলিশ সহযোগিতা না করার অভিযোগ

দখিনের সময় ডেস্ক: ভারতে বেড়াতে গিয়ে সর্বশান্ত হয়েছেন দুই বাংলাদেশি পর্যটক। চলন্ত ট্রেনে দুজন ব্যক্তি তাদেরকে চা খেতে দেয়। চা খাওয়ার পরই তারা জ্ঞান হারিয়ে...

শুরু ভালো হলেও বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন ব্যাটিং কোচ ডেভিড হেম্প মনে করেন, ব্যাটসম্যানরা ভালো শুরু পেলেও সেটি বড় ইনিংসে রূপান্তরিত করতে না পারার খেসারত দিচ্ছে বাংলাদেশ।...

Recent Comments