Home শীর্ষ খবর প্যাটিস ও কেক খেয়ে প্রাণগেলো দুই বোনের

প্যাটিস ও কেক খেয়ে প্রাণগেলো দুই বোনের

দখিনের সময় ডেস্ক:
গাজীপুরে প্যাটিস ও কেক খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ সিয়ামকে (৬ মাস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় গাজীপুরের ইপসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই বোন হলো শেরপুরের আশরাফুলের মেয়ে ৬ বছরের আশামনি ও দেড় বছরের আলিফা।
আশরাফুল পরিবার নিয়ে গাজীপুর সদরের ইপসা গেট এলাকায় এরশাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। অসুস্থ সিয়াম গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবার নাম হিরা মিয়া। তিনিও এরশাদের বাড়িতে ভাড়া থাকেন।
আশরাফুল ইসলাম জানান, গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইপসা) গেট এলাকায় সাইফুল ইসলামের দোকান থেকে আমার ছেলেমেয়ে ও পাশের বাসার সিয়ামকে প্যাটিস ও কেক কিনে দিয়েছিলাম। তখন তাদের সঙ্গে আমিও কেক ও প্যাটিস খাই। এরপর আমার ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বড় মেয়ে আশামনি ও ছোট মেয়ে আলিফাকে মৃত ঘোষণা করেন। একইভাবে সিয়ামও অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই কেক-প্যাটিস খেয়ে আমার কোনো সমস্যা হয়নি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, শিশু দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত ঘটনা বলা ঠিক হবে না। সিয়াম এখন আশঙ্কামুক্ত। গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কেক-প্যাটিস মৃত শিশুর বাবাও খেয়েছে, তার কোনো সমস্যা হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments