Home সারাদেশ গ্যাসভর্তি ৫৯৬ সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই

গ্যাসভর্তি ৫৯৬ সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই

দখিনের সময় ডেস্ক:
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের ৫৯৬টি গ্যাসভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা নামক স্থান থেকে ট্রাকটি ছিনতাই হয়। ঘটনার একদিন পর শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি স্ট্যান্ডে খালি ট্রাকটির সন্ধান মিলেছে বলে জানিয়েছেন গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সি।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সি মুঠোফোনে জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১২টার দিকে মোংলা থেকে ১২ কেজি ওজনের ওমেরা কোম্পানির ৫৯৬টি গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রাকটি কাশিয়ানীর বেলতলা বাজারে পৌঁছায়। পরে সেখানে ট্রাকটি পার্কিং করে চালক বাড়িতে যায়। এসময় ১০-১৫ জন ছিনতাইকারী একটি পিকআপ নিয়ে সেখানে এসে বাজারের পাহারার দায়িত্বে থাকা নৈশপ্রহরী রমজান সরদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারি ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা এবং রাত ৩টা ৬ মিনিটে ধলেশ্বরী টোল প্লাজা অতিক্রম করে। আজ সকালে মুন্সিগঞ্জ থেকে ফোন আসে ট্রাকটি গজারিয়া উপজেলার জামালদি স্ট্যান্ডে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
কাশিয়ানি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বলেন, বর্তমানে ট্রাকটি মানিকগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে আমরা খবর পেয়েছি। সেখান থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আমরা প্রথম থেকেই কাজ করে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

Recent Comments