Home শিক্ষা ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গাঁজা গুরু’ আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গাঁজা গুরু’ আটক

দখিনের সময় ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজা গুরু নামে পরিচিত মনসুর খানকে (৮৭) আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।
আটককৃত মনসুর খানের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা উপজেলার দুর্গাপুরে। এর আগে গত বছরের ১ ফেব্রুয়ারি একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শান্তি নিকেতন এলাকা থেকে তাকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এক সপ্তাহ জেল খেটে ছাড়া পান বলে জানান মনসুর খান।

আটককৃত মনসুর খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গাঁজা গুরু নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত মনসুর খান বলেন, আমি কলমা থেকে গাঁজা আনছি। তবে বিক্রির উদ্দেশ্যে না, আমি নিজে সেবনের জন্য আনছি। আমি অসুস্থ থাকি, গাঁজা না খাইলে সুস্থ হই না। নিজের অসুস্থতার জন্য আমি গাঁজা খাই। ডাক্তার আমাকে গাঁজা খাইতে বলছে।
এদিকে নিরাপত্তা শাখায় সকলের উপস্থিতিতে হঠাৎ করে এক মুঠো গাঁজা নিয়ে কাঁচা খেয়ে ফেলেন মনসুর খান। পরে ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক বীরেন্দ্র কুমারের বিশ্বাস তাৎক্ষণিক তার চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ব্যাপারে নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রথমে ছবি চত্বর এলাকায় তাকে শনাক্ত করি। এরপর জিজ্ঞেস করলে প্রথমে অল্প পরিমাণে গাঁজা সঙ্গে থাকার কথা তিনি স্বীকার করেন। এ সময় তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে হঠাৎ করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বয়স বিবেচনায় পুলিশ নেবে না বলছে। তবে তাকে এই এলাকা ছাড়া করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে পুলিশ। ফলে আমরা মুচলেকা নিয়ে তাকে ছাড়ছি এবং সকলের উপস্থিতিতে গাঁজা পুড়িয়ে ফেলেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, একজন খুব বৃদ্ধ মাদক বিক্রেতাকে ধরার কথা শুনেছি। আমরা ইতোমধ্যে পুলিশের সঙ্গেও কথা বলেছি। কিন্তু বয়স বিবেচনায় তাকে পুলিশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments