Home শিক্ষা ক্যাম্পাস ববির বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মাহাবুব ও জাবের

ববির বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মাহাবুব ও জাবের

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো:মাহাবুব হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাবের আকন।
বুধবার (৮ ফেব্রুয়ারি ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বাকেরগঞ্জ উজেলা ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এক সভা অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা ম্যাম ও প্রভাষক তাসমিন জাহান ম্যাম কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, সহকারী পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অফিস , জনাব সাইফুল ইসলাম, সেকশন অফিসার,পরিক্ষা নিয়ন্ত্রক অফিস, জনাব জসিম উদ্দিন, সহকারী রেজিস্ট্রার, শেরেবাংলা হল এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অধ্যয়নরত বাকেরগঞ্জ উজেলার শিক্ষার্থীবৃন্দরা।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ সাব্বির , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুজ্জামান অভি, সাংগঠনিক সম্পাদক- সানজিদ হোসেন নাইম (২০১৯-২০), কোষাধাক্ষ্য- ইমরান মুন্সী (২০১৯-২০)।
সভাপতি মাহাবুব হোসেন বলেন, ‘আমরা বাকেরগঞ্জ উজেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব যে কোনো প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া প্রতিবছর ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় উপজেলা সমিতির পক্ষ থেকে হেল্প ডেস্ক ও টেন্ট থাকবে।’
এছাড়া সাধারণ সম্পাদক মোঃ জাবের আকন বলেন,আমরা শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাকেরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়েই পড়ে থাকবো না,আমরা আমাদের উপজেলায় প্রতিটা কলেজে সেমিনার করবো যাতে করে আমাদের উপজেলা থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পড়া স্বপ্ন দেখে এবং তা বাস্তব করতে পারে। আমরা আমাদের সংগঠনকে সর্বদা বিভিন্ন রকমের কার্যাবলীর মাধ্যমে প্রাণবন্ত রাখবো।
উল্লেখ্য, বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় ছাড়াও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments