নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি:
বাউফলে দশ বছর বয়সী কন্যা শিশু শারমীনের হাতে শেকল বেধে ভিক্ষা করছে মা হালিমা বেগম । পটুয়াখালী বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে কাশিপুর গ্রামে বাসিন্দা। শারমীনের পিতা আলম হতোদরিদ্র পরিবার। নেই কোনো জায়গা জমি। বয়সের ভারে শারীরিক অসুস্থতার কারনে কায়িক শ্রমিক কাজ করতে পারছেনা। দুই মেয়ে তার। দ্বিতীয় মেয়ে শারমিন মানসিক রোগী। একা সুযোগ পেলেই দৌড় দেয়। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেনা। গ্রামে ঝাড়ফু দিয়ে আরো নি:স্ব হয়ে গেছে। স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ মাধ্যমে সামাজিক নিরাপত্তা ভাতা সুযোগ থাকলে শারমিন কিংবা তার মায়ের ভাগ্যে জোটেনি। বাউফল বাজারে ভিক্ষার সময় হালিমা আলাপকালে জানাযায়, প্রতিদিন ভিক্ষা করে ৩০ থেকে ৩৫ টাকা ভিক্ষা পেয়ে থাকে। তা দিয়ে তার দুমোটো ভাত জোটেনা। অর্ধাহারে অনাহারে দিন গুনছে। এ ভাবে আর কতদিন চলবে প্রশ্ন করতে গিয়ে দু চোখে পানি ছেড়ে দিয়ে বলেন, কতদিন এভাবে সকলের দারস্থ হতে হয় তা আল্লাহ পাক ভালো জানেন।