Home প্রযুক্তি বাংলাদেশে কর্মী ছাঁটাই করছে দারাজ

বাংলাদেশে কর্মী ছাঁটাই করছে দারাজ

দখিনের সময় ডেস্ক:
কর্মী ছাঁটাই করছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন এ প্রতিষ্ঠান ভারতীয় উপমহাদেশে ১১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের কারণে উপমহাদেশে প্রতিষ্ঠানটির প্রায় ৩০০ কর্মী চাকরি হারাবেন। আর শুধুমাত্র বাংলাদেশেই অন্তত ১০০ কর্মীকে ছাঁটাই করবে দারাজ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিয়ার্ক মিক্কেলসেন। গতকাল সোমবার এক চিঠিতে কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। পরে তার লেখা সেই চিঠি দারাজের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
চিঠিতে দারাজের সিইও কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে বলেছেন, ইউক্রেন যুদ্ধ, সরবরাহব্যবস্থায় বিঘ্নতা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, উচ্চ কর এবং দারাজের আঞ্চলিক বাজারগুলোতে সরকারি ভর্তুকি প্রত্যাহারের মতো বিষয় কঠিন বাজার পরিস্থিতি তৈরি করছে। রয়টার্সকে মিক্কেলসেন বলেছেন, দারাজের বৃহত্তম বাজার বাংলাদেশ এবং পাকিস্তান। তবে তাদের প্রতিষ্ঠান শ্রীলঙ্কা এবং নেপালেও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে।
তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে দারাজের বাজারের আকার একই। যে কারণে এই দুই দেশে সমানসংখ্যক কর্মী ছাঁটাইয়ের কবলে পড়বেন। বাংলাদেশ-পাকিস্তানে ১০০ জন করে কর্মী ছাঁটাই হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। দারাজ পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান সায়া রয়টার্সকে বলেন, ‘পাকিস্তানে আমাদের ১ হাজার ৩০০ জন কর্মী আছেন। তাদের মধ্যে ১১ শতাংশ কর্মী ছাঁটাই হবেন।’ ২০১২ সালে পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় দারাজ। ২০১৮ সালে দারাজকে কিনে নেয় চীনের ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইনস্টাগ্রামের বিজ্ঞাপন চাইলেই এড়ানো যাবে না!

দখিনের সময় ডেস্ক: ইনস্টাগ্রাম খুবই একটি জনপ্রিয় অ্যাপ, যা এটিকে বিজ্ঞাপনদাতাদের জন্য একটি আকর্ষণীয় প্ল্যাটফর্ম করে তুলেছে। তাই নতুন বিজ্ঞাপন যোগ করে এসব লোকদের খুশি...

হোয়াটসঅ্যাপের মেসেজিংয়ে আসছে নতুন চমক

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার...

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই : র‍্যাব ডিজি

দখিনের সময় ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো....

প্রতারণার নতুন ফাঁদ, টার্গেট বয়স্করা

দখিনের সময় ডেস্ক: প্রতারণার ফাঁদে পা দিয়ে নানান বয়সের মানুষ সর্বস্বান্ত হওয়ার নজির নতুন নয়। প্রতারিতদের বেশির ভাগই তরুণ এবং বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রয়েছেন শিক্ষক,...

Recent Comments