Home বরিশাল হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
২০১৩ সালে দায়ের হওয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে ৯ বছর পর গ্রেফতার করেছে বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ। বৃহষ্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার হওয়া রাকিব হাওলাদার (৪২) কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এরআগে তাকে আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মহিউদ্দিন মঈন। তিনি জানান, গ্রেফতার রাকিব হাওলাদার বরিশালের উজিরপুর উপজেলার দামুদারকাঠি এলাকার নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একজন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ২০১৩ সালে মামলাা হয়। যে মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেয় আদালত। তবে সে দীর্ঘ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।
এছাড়া উজিরপুর মডেল থানায় দায়ের হওয়া অপর একটি চুরি মামলাতেও ২০১৫ সালে আদালত কর্তৃক ১ বছরের কারাদণ্ড প্রাপ্ত হন রাকিব। পাশাপাশি গৌরনদী মডেল থানায় ২০২০ সালে দায়ের হওয়া অপর একটি মারামারি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। এ তিন মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো।
তবে কখনো সে বরিশাল নগরে, কখনো গৌরনদী, কখনো উজিরপুর, কখনো মাদারীপুর কিংবা ঢাকাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে থাকায় দীর্ঘদিন তাকে গ্রেফতার করা যায়নি। সর্বোশেষ তথ্য প্রযুক্তির ব্যবহারে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments