Home আন্তর্জাতিক পাকিস্তানকে আরও ঋণ দিচ্ছে চীন

পাকিস্তানকে আরও ঋণ দিচ্ছে চীন

দখিনের সময় ডেস্ক:
অর্থনৈতিক সংকটে দেউলিয়া হওয়ার পথে পাকিস্তানকে আরও ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে দেশটির বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন। ১৩০ কোটি ডলার তিন কিস্তিতে পাবে ইসলামাবাদ। এর মধ্যে প্রথম ৫০ কোটি ডলার ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করেছে।
পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ইমরান খান বেশ কিছু দিন থেকেই বলে আসছেন- দেশ শ্রীলংকা হয়ে যাচ্ছে। সম্প্রতি সেই আলামত দেখা দিয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা একেবারে তলানিতে নেমে এসেছে। ইতোমধ্যে দেশটির সরকার কিছু কৃচ্ছ্রনীতি গ্রহণ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ সহায়তা নেওয়ার জন্য কূটনীতিক তৎপরতা চালাচ্ছে। এমন প্রেক্ষাপটেই চীন সরকার ঋণ দেওয়ার ঘোষণা দিল। খবরে বলা হয়েছে, গত শুক্রবার চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি) ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, এই ঋণ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করবে। টুইটারে মন্ত্রী আরও জানান, সম্প্রতি চীনের কাছ থেকে পূর্বের ঋণ পরিশোধ করেছে পাকিস্তান, এ কারণেই আবারও ঋণ পাচ্ছেন তারা।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছিল পাকিস্তান। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রাও ছিল না দেশটির রিজার্ভে। এ কারণে পাকিস্তানের সংকট এড়াতে সহায়তার অংশ হিসেবে চীন ইসলামাবাদকে ৭০ কোটি ডলার ঋণ দিয়েছে। ইসহাক দার বলেন, আগের ঋণচুক্তি অনুযায়ী তারা যা পরিশোধ করেছিল, তার থেকে ২০০ কোটি ডলার ফের ঋণ দিচ্ছে চীন। তবে আগামী জুনে শেষ হতে যাওয়া অর্থবছরের ঘাটতি মেটাতে পাকিস্তানের প্রয়োজন আরও ৫০০ কোটি ডলার। এ কারণে পরিস্থিতি সামাল দিতে আইএমএফের ঋণচুক্তি শিগগির হওয়া উচিত বলেও মনে করেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments