Home শীর্ষ খবর ছাদ থেকে পড়ে স্ত্রীর মৃত্যু, ডিবি হেফাজতে নাসিক প্যানেল মেয়র

ছাদ থেকে পড়ে স্ত্রীর মৃত্যু, ডিবি হেফাজতে নাসিক প্যানেল মেয়র

দখিনের সময় ডেস্ক:
সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহজালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া নিঝু। এ ঘটনায় শাহজালাল বাদলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ রোববার বিকেল (৫ মার্চ) ৫টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তবে তাকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পুলিশ সুপার জানান, সাদিয়া নিঝু নামের এক নারী চাষাঢ়ায় নিজ বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন। এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। নিহতের স্বামী কাউন্সিলর শাহজালাল বাদল একাধিক বিয়ে করেছেন। নিহত নারীকে ভরণ-পোষণ দিতেন না—এমন কথাও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আত্মহত্যার প্ররোচণার কোনো বিষয় আছে কি না, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুরমাঠের বহুতল ভবনটিতে মায়ের সঙ্গে থাকতেন সাদিয়া নিঝু। তার মায়ের মালিকানাধীন নিঝু বিউটি পার্লার ওই ভবনের তৃতীয় তলায়। সাত তলা ভবনের ছাদের পেছনের অংশ থেকে পড়ে যান নিঝু। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বছর ৮ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিকদের ডেকে কাউন্সিলর বাদলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নিঝু। তার অভিযোগ ছিল প্রথম স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করে দ্বিতীয় বিবাহ করেছেন কাউন্সিলর শাহজালাল বাদল। ওই সময় নিঝু অভিযোগ করেন, ২০০৭ সালে আমাদের বিয়ে হয়। আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন)-এর মাধ্যমে একটি সন্তানও জন্ম হয়েছে। সম্প্রতি আমাকে না জানিয়ে বাদল দ্বিতীয় বিয়ে করেছে। এতদিন ধরে সে আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছে। সে আমার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। আমার বাচ্চাটা খুব অসহায়। সে আমার ভরণপোষণের দায়িত্ব নিতে চায় না।
উল্লেখ্য, কাউন্সিলর শাহজালাল বাদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়কও ছিলেন বাদল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments