Home নির্বাচিত খবর সার্জেন্ট মহুয়ার বাবার পা হারানোর মামলায় আসামি সাঈদকে অব্যাহতি

সার্জেন্ট মহুয়ার বাবার পা হারানোর মামলায় আসামি সাঈদকে অব্যাহতি

দখিনের সময় ডেস্ক:
প্রাইভেটকারের চাপায় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য, ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজংয়ের পা হারানোর মামলায় আসামি সাঈদ হাসান সাব্বিরকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার(৭ মার্চ)  ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেন আসামির বিরুদ্ধে চার্জগঠনের কোনো উপাদান না থাকায় এ অব্যাহতির আদেশ দিয়েছেন।
অব্যাহতি পাওয়া আসামি সাঈদ হাসান সাব্বির একজন বিচারপতির ছেলে। জামিনে থাকা এ আসামি  আদালতে উপস্থিত ছিলেন। আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিব উল্ল্যাহ হিরু, বর্তমান সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়েরসহ প্রমুখ শুনানিতে অংশ নেন। তারা আসামির অব্যাহতির আবেদন করে শুনানি করেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। পরে বিকেলে আদালত আসামির অব্যাহতির আদেশ দেন আদালত।
শুনানিতে তারা বলেন, ভুক্তভোগী মনোরঞ্জন মোটরসাইকেল নিয়ে রাস্তার উল্টো দিক দিয়ে যাচ্ছিলেন। আর আসামি ঠিক দিকেই ছিলেন। ভুক্তভোগী উল্টোদিকে থাকায় এ দুর্ঘটনার দায় আসামির ওপর আসতে পারে না। আর এ ঘটনায় আসামিও আহত হয়েছেন। তিনি কম অহত হওয়ায় মামলা করেননি। তবে তিনি জিডি করেছেন। আর আসামির গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে। যা চার্জশিটেও উল্লেখ রয়েছে।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং ২০২১ সালের ২ ডিসেম্বর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বনানী চেয়ারম্যানবাড়ি ইউলুপে। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়।এতে মারাত্মক আহত হন মনোরঞ্জন। হাসপাতালে নেওয়ার পর প্রথমে তার ডান পায়ের গোড়ালি পর্যন্ত এবং পরে সংক্রমণ হওয়ায় হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়।
দুর্ঘটনার পরই মামলা করতে বহুবার মনোরঞ্জনের মেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট মহুয়া হাজং থানায় যান । কিন্তু মামলা নেওয়া হচ্ছিল না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তীব্র সমালোচনা শুরু হয়। এ নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে ঘটনার দুই সপ্তাহ পর ওই বছর ১৬ ডিসেম্বর মহুয়ার মামলা নেয় বনানী থানা-পুলিশ। কিন্তু সেখানে আসামির নাম ছিল না। পরে তদন্ত করে সাঈদ হাসান সাব্বিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়।
তবে দুর্ঘটনার পর আসামি প্রাইভেটকারটির চালক সাঈদ হাসান গত ১৪ ডিসেম্বর এ বিষয়ে রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাতে তিনি উল্লেখ করেন, মনোরঞ্জন উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে এসে তার প্রাইভেটকারকে ধাক্কা দেন। এতে তিনি ও তার স্ত্রীর ‘প্রাণহানির মতো’ অবস্থা তৈরি হয়েছিল। উল্টোপথে মোটরসাইকেল চালানোর জন্য দুর্ঘটনার দায় মনোরঞ্জনের ওপরই বর্তায়।
আর জিডি প্রসঙ্গে ভুক্তভোগীর মেয়ে সার্জেন্ট মহুয়া সাংবাদিকদের বলেছিলেন, তিনি (সাঈদ) আমার বাবাকে গাড়ি চাপা দিয়েছেন, আবার তিনিই উল্টো জিডি করেছেন। তিনি যে কতটা প্রভাবশালী, তা আরেকবার প্রমাণ করার চেষ্টা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

Recent Comments