Home শিক্ষা ক্যাম্পাস ববি অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

ববি অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে  ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৩’ উদ্‌যাপিত হয়েছে । দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে আলোচনা, ফুলেল শুভেচ্ছা, কেক কাটা এবং প্রতীকি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে হলে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে নারী জাগরণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রীর এসকল উদ্যোগে নারীদেরকে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে হবে। পাশাপাশি নারীদেরকে তাদের অধিকারের বিষয়ে সচেতন হতে হবে এবং সকল প্রকার জড়তা ও প্রতিবন্ধকতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক স. ম. ইমানুল হাকিম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক হুমায়ুন কবীর, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ তানজীন হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা সিনথিয়া শারমিন। অফিসার্স এসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্মাদক মোসাঃ সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা ও কর্মচারীদের অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রধান অতিথি এবং বিশেষ অতিথি নারী কর্মকর্তা ও কর্মচারীসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে কেক কাটেন। পরে নারী কর্মকর্তাদের অংশগ্রহণে প্রতীকি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments