Home প্রযুক্তি ধীরে চলছে আইফোন, গতি বাড়াবেন যেভাবে

ধীরে চলছে আইফোন, গতি বাড়াবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক:
আইফোন মন্থর বা ধীরগতিতে চলার কিছু কারণ রয়েছে। পুরোনো সফটওয়্যার, তথ্য রাখার জায়গা (স্টোরেজ) ফাঁকা না থাকা, নেপথ্যে চলা অ্যাপের প্রভাবসহ আরও কিছু কারণে গতি কমে আসে। ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হলো, ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের অফিশিয়াল সাপোর্ট পেজে এ সমস্যা সমাধানে সহজ কিছু টিপস দিয়েছে। দেখে নেওয়া যাক কয়েকটি টিপস।
নেটওয়ার্ক পরীক্ষা করা: আইফোনের অ্যাপগুলোর সন্তোষজনক কার্যকারিতার জন্য স্থিতিশীল ইন্টারনেট সংযোগ জরুরি। নেটওয়ার্কে চাপ থাকলে অ্যাপের গতি ধীর হয়। আবার গাড়িতে যাতায়াতের সময় আইফোন ধীরগতির মনে হতে পারে। চলন্ত অবস্থায় মোবাইল নেটওয়ার্ক সংযোগ এক টাওয়ারের আওতায় থেকে অন্যটিতে যায়। তাই এ ধরনের সমস্যায় অপেক্ষা করা, জায়গা পরিবর্তন বা ওয়াই-ফাই ব্যবহার করতে হবে।
নেপথ্যে চলা অ্যাপ বন্ধ: নেপথ্যে চলা অ্যাপ আইফোনের গতি কমাতে পারে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখতে হবে। আইফোন ৮–এর পরবর্তী সংস্করণগুলোতে হোম স্ক্রিনের নিচ থেকে একটু ওপরে সোয়াইপ করলেই নেপথ্যে চলা অ্যাপ দেখা যাবে। তারপর ওপরে সোয়াইপ করে সেগুলো বন্ধ করতে হবে। আর আইফোন–৮ বা এর আগের সংস্করণে হোম বাটনে দুইবার (ডাবল) ক্লিক করলে নেপথ্যে চলা অ্যাপ পাওয়া যাবে। একইভাবে সেগুলো বন্ধ করতে হবে। তবে স্বাভাবিক সময়ে জোর করে অ্যাপ বন্ধে কোনো কাজ হয় না, বরং পরবর্তী সময়ে সে অ্যাপ চালু হতে সময় নেয়।
পর্যাপ্ত স্টোরেজ: স্টোরেজ পর্যাপ্ত ফাঁকা না থাকলে আইফোনের কর্মক্ষমতায় প্রভাব পড়ে। যখন অ্যাপ ইনস্টল, অপারেটিং সিস্টেম হালনাগাদ, গান নামানো বা ভিডিও রেকর্ড হয়, তখন আইওএস স্বয়ংক্রিয়ভাবে জায়গা খালি করে। যেসব অ্যাপ বা ফাইল পুনরায় নামানো যায় বা যেগুলোর দরকার নেই, সেগুলো সরিয়ে দেয় আইওএস। আইফোনে প্রত্যাশিত গতি পেতে এক গিগাবাইট স্টোরেজ ফাঁকা থাকতে হবে।
লো পাওয়ার মোড বন্ধ রাখুন: লো পাওয়ার মোড সুবিধা হলো এটি ব্যাটারির চার্জ ধরে রাখে। ব্যাটারির শক্তি ক্ষয় করা কিছু সুবিধার কাজ সীমিত করে এই সুবিধা। এই মোড চালু থাকলে আইফোনের ব্যাটারি আইকন হলুদ দেখায়। কিন্তু এই মোড চালু থাকলে ফোনের গতি কমে যেতে পারে। তাই আশানুরূপ গতি পেতে তা বন্ধ রাখুন।
ব্যাটারি পরীক্ষা: আইফোনের সর্বোচ্চ কর্মক্ষমতা পেতে ব্যাটারির কার্যকারিতা গুরুত্বপূর্ণ। সময়ের পরিক্রমায় ব্যাটারির সক্ষমতা হ্রাস পেলে তা পরিবর্তনের প্রয়োজন হয়। আইওএস ব্যাটারির অবস্থা সম্পর্কে জানায় এবং প্রয়োজনে পরিবর্তনের সুপারিশ করে। এই জন্য ফোনের সেটিংসের ব্যাটারি অপশনে ব্যাটারি হেলথে ক্লিক করতে হবে। আইফোনেই একমাত্র ব্যাটারি হেলথ অপশনটি আছে।
প্রয়োজনে অ্যাপলের সহায়তা: আইফোনের টাচ স্ক্রিন ঠিকঠাক কাজ না করলে ফোনটি বন্ধ করে পুনরায় চালু করতে হবে। তারপরও যদি সমস্যা সমাধান না হয় এবং একাধিক অ্যাপসের ক্ষেত্রে এমনটা হয় তবে সহায়তার জন্য ‘অ্যাপল সাপোর্ট’-এ যোগাযোগ করতে হবে। সূত্র: লাইভমিন্ট ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ

দখিনের সময় ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল...

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ

দখিনের সময় ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনে কর্মরত অস্থায়ী এক নারী কর্মচারী এই অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই কলকাতার হেয়ার...

রহস্যঘেরা মিল্টন সমাদ্দার, বের হচ্ছে ভয়ংকর সব তথ্য

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর সব অপকর্মের অভিযোগ ওঠায় মিল্টন সমাদ্দারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি...

Recent Comments