Home আন্তর্জাতিক ঘূর্ণিঝড় ফ্রেডিতে লন্ডভন্ড আফ্রিকার ৩ দেশ, মৃত্যু ৫২২

ঘূর্ণিঝড় ফ্রেডিতে লন্ডভন্ড আফ্রিকার ৩ দেশ, মৃত্যু ৫২২

দখিনের সময় ডেস্ক:
ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে আফ্রিকার তিন দেশ মালাউই, মোজাম্বিক ও মাদাগাস্কারে মৃতের সংখ্যা বেড়ে ৫২২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মালাউই। শনিবার (১৮ মার্চ) মালাউইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে। মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বৃহস্পতিবার ১৪ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
মালাউইতে ভারি বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বেঁচে থাকা মানুষদের জন্য সারা দেশে শত শত দুর্যোগকেন্দ্র স্থাপন করা হয়েছে। ফ্রেডির আঘাতে মালাউইয়ের প্রতিবেশী মোজাম্বিক ও দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারও আক্রান্ত হয়েছে। মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসির জানান, দেশটিতে কমপক্ষে ৬৭ জন মারা গেছে। এ ছাড়া ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উভয় দেশে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘূর্ণিঝড়কে ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় বলে অভিহিত করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তারা জানান, প্রশান্ত মহাসাগরে এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি।

আফ্রিকার দক্ষিণ প্রান্তের দেশগুলো পেরিয়ে পূর্বে ভারত মহাসাগরের দিকে ধেয়ে আসে ফ্রেডি। সেই সময়েই আরও বেশি শক্তি সঞ্চয় করে পূর্ব আফ্রিকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝ পর্যন্ত প্রায় ২০ দিন ধরে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ফ্রেডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভোট উৎসব চলছে ভোলার কুঞ্জেরহাটে

গাজী তাহের লিটন, বোরহানউদ্দিন থেকে: ভোলার বোরহানউদ্দিন উপজেলার জনগুরুত্বপূর্ণ ৪ নং কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চলছে মেম্বার পদে উপনির্বাচন। নির্বাচনী প্রচার-প্রচারনায় উৎসবমুখর পরিবেশ বিরাজ...

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪০৭ প্রাণ

দখিনের সময় ডেস্ক: ঈদ এলেই সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সদ্য বিদায়ী ঈদে মানুষের যাতায়াতে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪০৭ জন...

মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা, জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ

দখিনের সময় ডেস্ক: ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। হচ্ছেন...

আরও ৭ দিন স্কুল বন্ধ রাখার দাবি

দখিনের সময় ডেস্ক: ঘরে-বাইরে অসহ্য গরম, বাতাসে যেন আগুনের হলকা। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের...

Recent Comments