Home শিক্ষা গুচ্ছ নয়, নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে ইবি

গুচ্ছ নয়, নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে ইবি

দখিনের সময় ডেস্ক:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গুচ্ছ পদ্ধতিতে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক প্রথম বর্ষে এ ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ১২৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। আগামীকাল সোমবার বিষয়টি উপাচার্য মহোদয় ইউজিসির সভায় উত্থাপন করবেন বলে জানান তিনি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, স্বস্তির বদলে ভোগান্তি বাড়িয়েছে। এসব সমস্যা কাটিয়ে শিক্ষার্থীদের দ্রুত ভর্তি নিশ্চায়ন করার জন্য সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপাচার্য মহোদয় ইউজিসির সভায় এই বিষয়টি উত্থাপন করবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত পরবর্তীতে আরেকটি সভা হবে, সেখানে আমরা সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।’
ইবি প্রশাসন সূত্রে জানা যায়, চলমান নবীন শিক্ষাবর্ষ ২০২১-২২ ভর্তি পরীক্ষার আগেও নিজস্বভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গুচ্ছ কমিটি থেকে বিভিন্ন জটিলতা নিরসনে ব্যবস্থা নেয়ার আশ্বাসে গুচ্ছে পরীক্ষা নেওয়ার পক্ষে মতামত দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দেখা যায় ভোগান্তি আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বার বার গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী পূর্ণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোগান্তির কথা ভেবেই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইবি শিক্ষকরা। যার চূড়ান্ত সিদ্ধান্ত আজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কঠিন বাস্তবতায় বিএনপি

বাঁচতে হলে পানি পান করতেই হবে। এটি সব প্রাণীর জন্য সত্য। জীবজগৎ পানিনির্ভর। পানি ছাড়া পৃথিবী অচল। পানির প্রয়োজন সবার। তবে এ প্রয়োজনের মাত্রা...

মানবিক মুখোশের আড়ালে দানব মিল্টন, অসহায় মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।...

চীনে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে নিল অ্যাপল

দখিনের সময় ডেস্ক: মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস অ্যাপ...

ফ্রিতে এআই ব্যবহার করে ছবি-ভিডিও এডিট করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি বেশ দাপটের সাথে রাজত্ব করেছে প্রযুক্তিবিশ্বে। যেকোনো জায়গায় যেকোনো কাজে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এই...

Recent Comments